Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

National Doctor’s Day: মিস্টার এন্ড মিসেস মুন্নাভাই ভাইরাল

কিছুদিন আগে দুই ডাক্তার ১৬ ঘণ্টার পথ পেরিয়ে নদী পেরিয়ে গিয়েছিলেন সুন্দরবনের এক গঞ্জে। ঘুপচি ঘরে ১৬০ জন পেশেন্ট দেখেছেন। সঙ্গে বিনামূল্যের ওষুধ পথ্য। দুজনের সুন্দর মনের আজ পেয়ে সুন্দরবনের মা-বোনরা বলেছেন ডাক্তারদিদি তোমরা দুজন এখানেই থেকে যাও।

National Doctor's Day: মিস্টার এন্ড মিসেস মুন্নাভাই ভাইরাল
দু'জনে।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2021 | 1:26 PM

প্রীতম দে: সে তাকে একটা খেলনা ডক্টরস সেট দিয়েছিল । খেলনা স্টেথোস্কোপে ছিল গোলাপি হার্ট সাইন। কিন্তু প্রথমে মন গলেনি তার।

ক্লাস সিক্স থেকে ডক্টর লুজার ভালোবাসে ডান্স ডক্টর কে। দুজনের প্রেম – ফ্রেম – পিক মিলিয়নভিউজ দেয় এখন। সুন্দর মনের এই দুই লাভ ডক্টর বেরিয়ে পড়েছিলেন সুন্দরবনের উদ্দেশ্যে। সেটাও আরেকটা প্রেম। ত্রিকোণ প্রেম। ত্রিভুজের অন্য বিন্দুতে পেশেন্টরা।

ডক্টর লুজার কেন? নেট দুনিয়ায় ভাইরাল ডাক্তার অর্কদীপ বিশ্বাস বুকে স্টেথো ঝুলিয়ে বলেন,” প্রেমে হ্যাঁ পেয়েও আমি লুজার হয়েছি। যেদিন আমি, আমরা , ডাক্তাররা আর মার খাবো না। যেদিন চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না। সেদিন আমার লুজারের নাম পাল্টে ফেলব। প্রমিস।”

আরও পড়নDiabetes: সুগার লেভেল ঠিক রাখতে প্রতিদিন মেনে চলুন এই পাঁচটি নিয়ম

ডক্টর লুজার ওরফে অর্কদীপের ফেসবুক লাইভের জন্য মুখিয়ে থাকেন নেটিজেনরা। এই অতিমারির সময়ে অতি দরকারি বিষয়, কাটা কাটা সহজ সত্যিগুলো বলেন। এর জন্য ভালোবাসা, গালমন্দ দুটোই জোটে। অন্যদিকে গুনী ডক্টর ফাল্গুনী বলেন, “ডাক্তার হয়েছি মানে নাচবো না, সাজবো না, ব্যক্তিগত লাভ লাইফ শেয়ার করব না। এ কেমন কথা। আমরা মানি না। সবাই যখন বলে আপনাদের দেখে মন ভালো হয়ে যায় তখন মনে হয় আমাদের ভার্চুয়াল চিকিৎসা ঠিকঠাক হচ্ছে।”

নিশ্চিন্তে

কিছুদিন আগে দুই ডাক্তার ১৬ ঘণ্টার পথ পেরিয়ে নদী পেরিয়ে গিয়েছিলেন সুন্দরবনের এক গঞ্জে। ঘুপচি ঘরে ১৬০ জন পেশেন্ট দেখেছেন। সঙ্গে বিনামূল্যের ওষুধ পথ্য। দুজনের সুন্দর মনের আজ পেয়ে সুন্দরবনের মা-বোনরা বলেছেন ডাক্তারদিদি তোমরা দুজন এখানেই থেকে যাও।

মে মাসে এনগেজমেন্ট হওয়ার কথা ছিল। করোনা নিয়ে কাজ তো, তাই দ্বিতীয় ঢেউয়ে পিছিয়ে গেছে বিয়ের ডেট। কিন্তু ভালোবাসার তৃতীয় জন এগিয়ে দিয়েছে অনেকটাই। এই কঠিন পরিস্থিতিতেও মন ভাল করার ফ্রি ভার্চুয়াল ট্রিটমেন্ট চলছে মিস্টার এন্ড মিসেস মুন্নাভাইয়ের।

অনুভূতি