Arijit-Raj: জিয়াগঞ্জে রাজের সঙ্গে অরিজিৎ সিংয়ের সাক্ষাৎ, নতুন কোনও কাজের ইঙ্গিত?
অরিজিতের ব্যবহারে আপ্লুত রাজ করলেন আবেগঘন পোস্ট।

মুর্শিদাবাদ জেলার ছোট্ট শহর জিয়াগঞ্জ। ছোট হলেও এই শহর জন্ম দিয়েছে নামীদামি মানুষদের। সেই তালিকায় জ্বলজ্বল করছে গায়ক অরিজিৎ সিংয়ের নামও। অরিজিৎ ভারতের রত্ন। বর্তমান যুগে তাঁর গান দেশ-বিদেশে খ্যাতি অর্জন করেছে। অরিজিতের শহরেরই গিয়েছিলেন পরিচালক ও ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী।
View this post on Instagram
জিয়াগঞ্জে রাজ আসছেন শুনে তাঁর সঙ্গে দেখা করতে যান অরিজিৎ। তাঁরা দু’জনে একসঙ্গে বহু ছবিতে কাজ করেছিলেন। রাজের বহু ছবিতে প্লেব্যাক করেছেন অরিজিৎ। পরিচালক-গায়কের এই জুটি যেন চিরস্মরণীয়। প্রিয় সহ-কর্মী ও বন্ধুর সঙ্গে সাক্ষাতের পর আনন্দ আর ধরে রাখতে পারেননি রাজ। অরিজিতের সঙ্গে নিজস্বী (সেলফি) তুলে নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ। ক্যাপশনে ঢেলে দিয়েছেন আবেগ।





