Hollywood Movies 2021 LookBack: ২০২১ সালে মুক্তি পায় এই ৭টি অসাধারণ হলিউড ছবি

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 23, 2021 | 1:49 PM

করোনা প্যান্ডেমিকের মধ্যে মুক্তি পেয়েছিল এই ৭টি হলিউড ছবি।

Follow Us

করোনার দ্বিতীয় ঢেউয়ের চোখ রাঙানি সত্ত্বেও প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ৭টি হলিউড ছবি। বিদেশে তো বটেই, ছবি মুক্তি পায় ভারতের বিভিন্ন সিনেমা হলে। কেবল তাই নয়। ছবি নিয়ে মানুষের মধ্যে উত্তেজনার পারদও চড়েছিল।

১. গডজ়িলা ও কং
প্যান্ডেমিকের সময় দেশের কয়েকটি রাজ্যে সবেমাত্র খুলেছিল সিনেমা হল। সেই সময় মুক্তি পায় গডজ়িলা ভার্সেস কং। ছবি দেখলে হলে ভিড় করেছিল দর্শক।

২. লুকা
দুই বন্ধুর কাহিনি। তাদের গোপন পরিচয়। সেই নিয়েই লুকার গল্প। তৈরি করে পিক্সার। ইটালির ছোট্ট শহরের গল্প বলেছিল।

৩. দ্যা পাওয়ার
ছবিটি হরর। কোরিনা ফেথের পরিচালিত ছবিতে এমা রিগবি, শাকিরা রহমান, চার্লি কারিক ও ডিভেন হেনরি। ১৯৭০ সালের লন্ডনের পেক্ষাপটে তৈরি হয়েছিল ছবি।

৪. অক্সিজেন
নেটফ্লিক্সে মুক্তি পায় ফ্রেঞ্চ থ্রিলারটি। স্কি-ফি ছবিটি বলতে চেয়েছিল আরও অনেককিছুই।

৫. জ্যাক সিন্ডার্স জাস্টিস লিগ
ছবির মেকিং নিয়ে বিস্তর আলোচনা-পর্যালোচনা হয়েছিল একটা সময়। কিন্তু মুক্তির পর আলোড়ন সৃষ্টি করে।

৬. ওসলো
এইচবিও-র ছবিটি বিশ্বব্যাপী সমস্যা নিয়ে কথা বলে। রাজনীতি নয়, মানবিক সম্পর্ক নিয়েই ছবির চিত্রনাট্য।

৭. ব্যাটম্যান দ্যা লং হ্যালোইন
ছবির প্রথম ভাগ বেশ শক্তিশালী। বিষণ্ণ পরিবেশ ও হাস্যরসের মেজাজে তৈরি হয়েছে ছবির গল্প। ছবিতে আকর্ষণ হয়ে ওঠে ভয়েস-কাস্ট। বিশেষ প্রশংসিত হন মুখ্য চরিত্রে থাকা জেনসেন অ্যাকলিস।

আরও পড়ুন: Aparajita Adhyay: উটির ঠান্ডায় ‘রমতা যোগী’তে নাচলেন অপরাজিতা আঢ্য, নাচ নিয়ে মজার বক্তব্য অভিনেত্রীর

আরও পড়ুন: Bollywood LookBack 2021: ২০২১ সাল কেমন কেটেছে বলিউডের? ভাল-মন্দ মিলিয়ে দেখুন একনজর

আরও পড়ুন: Jacqueline Fernandez: অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তুলনা, মিথ্যে প্রতিশ্রুতি, জ্যাকলিন-সুকেশের ‘প্রেমকাহিনী’ এবার ওটিটিতে?

করোনার দ্বিতীয় ঢেউয়ের চোখ রাঙানি সত্ত্বেও প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ৭টি হলিউড ছবি। বিদেশে তো বটেই, ছবি মুক্তি পায় ভারতের বিভিন্ন সিনেমা হলে। কেবল তাই নয়। ছবি নিয়ে মানুষের মধ্যে উত্তেজনার পারদও চড়েছিল।

১. গডজ়িলা ও কং
প্যান্ডেমিকের সময় দেশের কয়েকটি রাজ্যে সবেমাত্র খুলেছিল সিনেমা হল। সেই সময় মুক্তি পায় গডজ়িলা ভার্সেস কং। ছবি দেখলে হলে ভিড় করেছিল দর্শক।

২. লুকা
দুই বন্ধুর কাহিনি। তাদের গোপন পরিচয়। সেই নিয়েই লুকার গল্প। তৈরি করে পিক্সার। ইটালির ছোট্ট শহরের গল্প বলেছিল।

৩. দ্যা পাওয়ার
ছবিটি হরর। কোরিনা ফেথের পরিচালিত ছবিতে এমা রিগবি, শাকিরা রহমান, চার্লি কারিক ও ডিভেন হেনরি। ১৯৭০ সালের লন্ডনের পেক্ষাপটে তৈরি হয়েছিল ছবি।

৪. অক্সিজেন
নেটফ্লিক্সে মুক্তি পায় ফ্রেঞ্চ থ্রিলারটি। স্কি-ফি ছবিটি বলতে চেয়েছিল আরও অনেককিছুই।

৫. জ্যাক সিন্ডার্স জাস্টিস লিগ
ছবির মেকিং নিয়ে বিস্তর আলোচনা-পর্যালোচনা হয়েছিল একটা সময়। কিন্তু মুক্তির পর আলোড়ন সৃষ্টি করে।

৬. ওসলো
এইচবিও-র ছবিটি বিশ্বব্যাপী সমস্যা নিয়ে কথা বলে। রাজনীতি নয়, মানবিক সম্পর্ক নিয়েই ছবির চিত্রনাট্য।

৭. ব্যাটম্যান দ্যা লং হ্যালোইন
ছবির প্রথম ভাগ বেশ শক্তিশালী। বিষণ্ণ পরিবেশ ও হাস্যরসের মেজাজে তৈরি হয়েছে ছবির গল্প। ছবিতে আকর্ষণ হয়ে ওঠে ভয়েস-কাস্ট। বিশেষ প্রশংসিত হন মুখ্য চরিত্রে থাকা জেনসেন অ্যাকলিস।

আরও পড়ুন: Aparajita Adhyay: উটির ঠান্ডায় ‘রমতা যোগী’তে নাচলেন অপরাজিতা আঢ্য, নাচ নিয়ে মজার বক্তব্য অভিনেত্রীর

আরও পড়ুন: Bollywood LookBack 2021: ২০২১ সাল কেমন কেটেছে বলিউডের? ভাল-মন্দ মিলিয়ে দেখুন একনজর

আরও পড়ুন: Jacqueline Fernandez: অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তুলনা, মিথ্যে প্রতিশ্রুতি, জ্যাকলিন-সুকেশের ‘প্রেমকাহিনী’ এবার ওটিটিতে?

Next Article