Aamir-Revathy: আমিরকে কেন পারফেকশনিস্ট বলা হয়, কোন প্রসঙ্গে বুঝলেন রেবতী!
Aamir-Revathy: 'সালাম ভেঙ্কি' ৯ ডিসেম্বর, ২০২২-এ সিনেমা হলে মুক্তি পাবে
দক্ষিণের অভিনেত্রী রেবতীর প্রথম ছবি ‘সালাম ভেঙ্কি’ মুক্তির অপেক্ষায়। ছবির বিষয় একটা অসুখ, আর সেটাকে কেন্দ্র করে মা-ছেলের সম্পর্ক। ছবিতে মা-ছেলের ভূমিকায় অভিনয় করেছেন কাজল এবং বিশাল জেঠওয়া। গল্পে একজন ডিএমডি (ডুচেন মাসকুলার ডিস্ট্রোফি) রোগী (বিশাল যে চরিত্রে অভিনয় করেছেন) যে সম্পূর্ণরূপে বেঁচে থাকার চেষ্টা করে এবং কীভাবে তার মা (কাজল করেছেন এই চরিত্রে অভিনয়) ছেলে যাতে আরও ভাল থাকে সেই কারণে তার সামর্থ্য অনুযায়ী সবকিছু করতে থাকে। ছবির ট্রেলার ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। সেখানে শেষে দেখা যাচ্ছে আমির খানকে। সিনেমা ইন্ডাস্ট্রির সকলের কাছে লাল সিং চাড্ডা অভিনেতা পারফেকশনিস্ট বলেই পরিচিত। কিন্তু কেন তাঁকে এই তকমা দেওয়া হয় রেবতী তাঁর সঙ্গে কাজ করতে যাওয়ার আগেই বুঝেছিলেন বলে জানিয়েছেন।
রেবতী ‘সালাম ভেঙ্কি’ ছবিতে আমিরকে নেওয়ার জন্য যোগাযোগ করেন। তারপর আমির কীভাবে এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছিলেন তা স্মরণ করে রেবতী বলেন, “লোকেরা আমিরকে প্রায়শই একজন পারফেকশনিস্ট বলেন এবং এর পিছনে একটি কারণও রয়েছে। গল্পের প্রতি তাঁর নিজেকে উৎসর্গ এবং অনন্য দৃষ্টিভঙ্গির কারণে তিনি সেই চিত্রটি গড়ে তুলেছেন এবং এই সম্মান অর্জন করেছেন। ‘সালাম ভেঙ্কি’ ছবির জন্য আমি যখন আমিরের কাছে যাই, তিনি প্রথমেই আমাকে প্রশ্ন করেন তাঁর চরিত্রটি গল্পে কোনও বিশেষ ভূমিকা পালন করবে কি না।”
রেবতী আরও উল্লেখ করেছেন যে আমির দৃশ্যটি পড়ার পরই পরবর্তী পর্যায়ে এগিয়েছেন চিত্রনাট্য আর চলচ্চিত্রের বাকি বিষয় নিয়ে। “প্রথমে তিনি পুরো তাঁর অংশটি পড়েন, তারপর বিস্তৃত আলোচনার মাধ্যমে চরিত্রটির একটি সম্পূর্ণ স্কেচ তৈরি করেছিলেন। সেই সঙ্গে তাঁর নিজস্ব ইনপুটগুলোও যোগ করেছিলেন। তাঁর কাজ করার নিজস্ব শৈলী রয়েছে এবং পুরো প্রক্রিয়াটি দেখাও খুব আনন্দপূর্ণ ছিল। সেটে একবার তিনি নিজের চরিত্রটির সুনির্দিষ্ট চিত্রায়ন করার জন্য যা যা করেন, একজন অভিনেত্রী হয়ে এই ধরনের প্রক্রিয়া দেখতে দুর্দান্ত লেগেছিল।” ‘সালাম ভেঙ্কি’ ৯ ডিসেম্বর, ২০২২-এ সিনেমা হলে মুক্তি পাবে।