AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রঘু ডাকাত দেব, পাশে ইধিকা, ছবির প্রথম ঝলক দেখে নিন

‘রঘু ডাকাত’ এক ঐতিহাসিক পিরিয়ড ড্রামা। যেখানে নীল বিদ্রোহের সময় ডাকাত রঘুর নেতৃত্বে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরা হবে। ২০২১ সালে কালীপুজোর সময় এই সিনেমার ঘোষণা করেছিলেন দেব আর পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। দেব সেদিন বলেছিলেন, “নীল বিদ্রোহের পটভূমিতে রঘু ডাকাতের সাহসিকতার গল্প এবার বড় পর্দায় আসবে।” মাঝে সিনেমাটি আদৌ হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল সন্দেহ। কিন্তু এখন সব সংশয় দূর করে দেব ঘোষণা করেছেন, ২০২৫ সালের দুর্গাপুজোতেই মুক্তি পাবে ‘রঘু ডাকাত’।

রঘু ডাকাত দেব, পাশে ইধিকা, ছবির প্রথম ঝলক দেখে নিন
| Edited By: | Updated on: May 17, 2025 | 10:29 AM
Share

দেবের দুর্গাপুজোর ছবি ‘রঘু ডাকাত’। সেই ছবির শুটিং চলছে শহরে। এর আগে আউটডোরে শুটিং হয়েছে ছবির। প্রযোজনা সংস্থার তরফে এই ছবির লুক এখনও সামনে আনা হয়নি। কিন্তু দেবের অনুরাগীদের আটকে রাখেন, কার সাধ্য! সোশ্যাল মিডিয়ায় সুপারস্টারের একটা ফ্যানপেজ থেকে দেবের একটা ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেবের পাশে ইধিকা পালকে দেখা যাচ্ছে।

‘রঘু ডাকাত’ এক ঐতিহাসিক পিরিয়ড ড্রামা। যেখানে নীল বিদ্রোহের সময় ডাকাত রঘুর নেতৃত্বে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরা হবে। ২০২১ সালে কালীপুজোর সময় এই সিনেমার ঘোষণা করেছিলেন দেব আর পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। দেব সেদিন বলেছিলেন, “নীল বিদ্রোহের পটভূমিতে রঘু ডাকাতের সাহসিকতার গল্প এবার বড় পর্দায় আসবে।” মাঝে সিনেমাটি আদৌ হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল সন্দেহ। কিন্তু এখন সব সংশয় দূর করে দেব ঘোষণা করেছেন, ২০২৫ সালের দুর্গাপুজোতেই মুক্তি পাবে ‘রঘু ডাকাত’।

এই ছবির জন্য দেবের ফার্স্টলুক চর্চার বিষয় হয়ে উঠেছিল। সিঁদুর লেগে থাকা কপাল, মুখ ঢাকা চাদর এবং রাগে অগ্নিদৃষ্টির দেবকে দেখে দর্শকের মধ্যে ছবিটি নিয়ে উত্তেজনা বাড়ছিল। তবে ছবিতে কোন তারকা কী লুকে আছেন, তা প্রযোজনা সংস্থা এখনই সামনে আনতে চাইছিলেন না। যদিও একটা লুক ভাইরাল হল। তবে এর বাইরেও দেবের অন্য লুক আছে ছবিতে চমকে দেওয়ার মতো, খবর সেরকম।

দেব-ইধিকা পালের ‘খাদান’ ব্লকবাস্টার। তারপর ‘রঘু ডাকাত’ ছবিতে তাঁদের জুটি কেমন জমে, সেটা দেখার অপেক্ষায় দর্শকরা।