AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এখানকার আকাশে-বাতাসে প্রেম’, নবদ্বীপ-মায়াপুরে একান্তে ছুটি কাটাচ্ছেন দিব্যজ্যোতি

দিব্যজ্যোতির মহাপ্রভু রূপ ইতিমধ্যেই প্রশংসিত। তবে দিব্যজ্যোতি এখন কিছুদিন কাজে বিরতি নিচ্ছেন বলে খবর। এরপর বাংলা ছবিতে তাঁকে দেখা যাবে, এমন চর্চা রয়েছে টলিপাড়ায়। এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়ার প্রযোজনায় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে ডেবিউ করার পর, নতুন কোন ছবিতে দেখা যাবে অভিনেতাকে, তা জানার জন্য অপেক্ষা রয়েছে অনুরাগীদের মধ্যে।

'এখানকার আকাশে-বাতাসে প্রেম', নবদ্বীপ-মায়াপুরে একান্তে ছুটি কাটাচ্ছেন দিব্যজ্যোতি
| Edited By: | Updated on: Sep 11, 2025 | 1:24 PM
Share

বাঙালির ড্রয়িংরুমে জনপ্রিয় মুখ দিব্যজ্যোতি দত্ত। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি সম্প্রতি শেষ করলেন দিব্যজ্যোতি। তার আগে থেকেই টেলিভিশনে জনপ্রিয় মুখ তিনি। দিব্যজ্যোতির অনুরাগীর সংখ্যা কম নয়। বাংলা ধারাবাহিক হোক বা মিউজিক ভিডিয়ো, দিব্যজ্যোতি থাকলে সেই কনটেন্ট দর্শকের পছন্দ হয়, এমনটা মনে করেন টলিপাড়ার অনেকে।

‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে মহাপ্রভু শ্রীচৈতন্য রূপে দেখা যাবে অভিনেতাকে। দিব্যজ্যোতি এই চরিত্র করার জন্য প্রচুর পরিশ্রম করেছেন। চেহারায় বড় ধরনের পরিবর্তন এনেছেন তিনি। অনেকটা ওজন কমিয়েছেন। অভিনয়ের জন্যও প্রস্তুতি নিয়েছিলেন। ধারাবাহিকের শুটিংয়ের মাঝে বিরতি নিয়ে এই ছবির শুটিং করেছিলেন। তবে সম্প্রতি তাঁর ধারাবাবহিকের কাজ শেষ হয়েছে। এখনই কোনও ধারাবাহিকে দেখা যাবে না অভিনেতাকে।

ধারাবাহিক শেষ করে নবদ্বীপ মায়াপুর দর্শনে গিয়েছেন অভিনেতা। এবারে সেখানে শুটিংয়ের কাজ নেই। মন্দিরে ঘুরে আসার ইচ্ছা ছিল তাঁর। সেখানে মহাপ্রভুর অনুরাগীদের মতোই সাজলেন অভিনেতা। মঙ্গলবার সেখানে পৌঁছান অভিনেতা। তবে ছবিকে কেন্দ্র করে নয়, দিব্যজ্যোতি মাঝে মধ্যেই গিয়ে থাকেন মায়াপুরে। ছোট থেকেই একাধিকবার গিয়েছেন সেখানে। TV9 বাংলা খবর পেয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবি করার পর এই প্রথম আসা। আমি মাঝে মধ্যেই এখানে আসি। আমি প্রথম মায়াপুর যখন আসি আমি স্কুলে পড়তাম।এখানের সংস্কৃতির মধ্যে, আকাশে-বাতাসে-শব্দে প্রেম রয়েছে। এই প্রেম বৃন্দাবনেও পাওয়া যায়। সেখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি। এখানকার ম্যাজিক হচ্ছে, একবার বিগ্রহের সামনে দাঁড়ালে আর বেরতে ইচ্ছে করা না। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আমি বরাবরই ঈশ্বরে বিশ্বাসী। ধর্ম, আধ্যাত্মিকতা, ঈশ্বর, আমার কাছে এগুলো সবই এক। ভগবান যদি নাই থাকে, তবে তাঁর কাছে গেলে প্রেম জাগে কেন? কেন সেখানে গেলে স্বস্তি মেলে? অনেকেই প্রশ্ন করেন, তিনি যদি থাকেন, তবে দেখা যায় না কেন? আমারও মনে অনেক প্রশ্ন আছে, যার উত্তর আমি খুঁজছি। তবে যাঁরা নিজেদের কালচার অর্থাৎ সংস্কৃতি নিয়ে হাসাহাসি করে, প্রশ্ন তোলে, আমি তাঁদের কথা বলতে পারব না। তবে আমি নিজের মতো করে এগুলো নিয়ে চর্চা করতে ভালবাসি। আর যত জানছি, ততই যেন অবাক হচ্ছি। এখানে বিজ্ঞান-বাস্তব-ইতিহাস সবই যেন মিলেমিশে একাকার। যা একজন্মে হয়তো জেনে ওঠা অসম্ভব। তবুও আমার ইচ্ছে করে।”

দিব্যজ্যোতির মহাপ্রভু রূপ ইতিমধ্যেই প্রশংসিত। তবে দিব্যজ্যোতি এখন কিছুদিন কাজে বিরতি নিচ্ছেন বলে খবর। এরপর বাংলা ছবিতে তাঁকে দেখা যাবে, এমন চর্চা রয়েছে টলিপাড়ায়। এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়ার প্রযোজনায় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে ডেবিউ করার পর, নতুন কোন ছবিতে দেখা যাবে অভিনেতাকে, তা জানার জন্য অপেক্ষা রয়েছে অনুরাগীদের মধ্যে।