AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাত্র ১৩ বছরেই কত কোটির মালকিন আরাধ্যা? জানলে চমকে উঠবেন

শুধু বিলাসবহুল গাড়ি নয়, বিদেশে আরাধ্যার নামে রয়েছে বিলাসবহুল প্রাসাদও। দাদু অমিতাভ এবং ঠাকুমা জয়া বচ্চন দু’জনে মিলে উপহার দিয়েছিলেন ৬০ কোটি টাকার সম্পত্তি। দুবাইয়ে আরাধ্যার নামে দেড় কোটি টাকা দামের বিলাসবহুল বাংলো কেনেন অভিষেক। শুধু কি সম্পত্তি?

মাত্র ১৩ বছরেই কত কোটির মালকিন আরাধ্যা? জানলে চমকে উঠবেন
| Edited By: | Updated on: Sep 15, 2025 | 6:37 PM
Share

বরাবরই বলিউডের অন্যতম চর্চিত স্টারকিড ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন। ‘স্টারকিড’দের মধ্যে তার জনপ্রিয়তা তুঙ্গে। জন্মের পর থেকেই সে যে দিকে যায় সে দিকেই ধাওয়া করে ক্যামরা। জন্মের পর থেকেই পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যটিকে উপহারে মুড়িয়ে রেখেছেন পরিবাররের সবাই।

মাত্র ১৩ বছর বয়সেই যে পরিমাণ সম্পত্তির মালকিন সে, তা হার মানাবে অনেক উঠতি তারকাদের। তাঁরা হয়তো কয়েরটা সিনেমায় অভিনয় করেও এত সম্পত্তি তৈরি করে উঠতে পারেননি। কত কোটির মালকিন আরাধ্যা? বলিসূত্রে খবর প্রায় ১০০০ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। তাঁর দাদু অমিতাভ বচ্চন আরাধ্যাকে উপহার দিয়েছিলেন লাল রঙের একটি মিনি কুপার। আর বাবা অভিষেক বচ্চন উপহার দিয়েছিলেন অডি এ ৮।

শুধু বিলাসবহুল গাড়ি নয়, বিদেশে আরাধ্যার নামে রয়েছে বিলাসবহুল প্রাসাদও। দাদু অমিতাভ এবং ঠাকুমা জয়া বচ্চন দু’জনে মিলে উপহার দিয়েছিলেন ৬০ কোটি টাকার সম্পত্তি। দুবাইয়ে আরাধ্যার নামে দেড় কোটি টাকা দামের বিলাসবহুল বাংলো কেনেন অভিষেক। শুধু কি সম্পত্তি? আরাধ্য়ার আলমারির এক-একটি জামার দাম কারও বছরের মাইনের সমান। শোনা যায় মেয়েকে জন্মদিনে প্রায় ১০ লক্ষ টাকা দামের জামা উপহার দিয়েছিলেন নায়িকা। প্রতি বছরই জন্মদিনে আরাধ্যার সম্পত্তিতে নয়া সংযোজন ঘটে থাকে।