বিচ্ছেদের জল্পনা উড়িয়ে এবার স্ত্রীকে কী উপহারে সাজালেন গোবিন্দা?
২০২৪ সালের ডিসেম্বরে নাকি সুনীতা বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন এবং গোবিন্দর বিরুদ্ধে প্রতারণা ও গার্হস্থ্য হিংসার অভিযোগও এনেছিলেন। তবে চলতি বছর গণেশ চতুর্থীর সময় এই তারকা দম্পতি একসঙ্গে প্রকাশ্যে এসে জানান, তাঁদের মধ্যে কোনও ভাঙন নেই।

গোবিন্দ ও সুনীতা অহুজার সম্পর্ক ঘিরে গত কয়েক মাস ধরেই বলিউড পাড়ায় ছড়িয়েছিল বিচ্ছেদের জল্পনা। শোনা গিয়েছিল, ২০২৪ সালের ডিসেম্বরে নাকি সুনীতা বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন এবং গোবিন্দর বিরুদ্ধে প্রতারণা ও গার্হস্থ্য হিংসার অভিযোগও এনেছিলেন। তবে চলতি বছর গণেশ চতুর্থীর সময় এই তারকা দম্পতি একসঙ্গে প্রকাশ্যে এসে জানান, তাঁদের মধ্যে কোনও ভাঙন নেই। এবার করবা চৌথে সেই ভালবাসার দৃঢ় বন্ধন আরও একবার প্রমাণ করলেন গোবিন্দ।
এই বিশেষ তিথিতে স্ত্রী সুনীতাকে উপহার হিসেবে দিলেন একটি ভারী সোনার হার। সেই গয়নার ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নেন সুনীতা। সবুজ রঙের চুড়িদার পরে, গলায় বিশাল সোনার হার পরে ছবি তুলে তিনি লেখেন, “আমার করবা চৌথের উপহার এসে গিয়েছে।” সঙ্গে ক্যাপশনে জুড়ে দেন গোবিন্দেরই জনপ্রিয় গান “সোনা কিতনা সোনা হ্যায়”।
নেটপাড়া এই ছবিতে মুগ্ধ। কেউ লিখলেন, “এটাই তো আসল ভালবাসা, সোনার গলায় সোনার হার!” কেউ কেউ তো এই হারের ওজন নিয়েই জল্পনা শুরু করে দিয়েছেন—অনুমান করে আবার এক নেটিজেন লিখলেন– ‘৯০ ভরি তো হবেই!’ ৩৮ বছরের দাম্পত্যজীবনে বহু চড়াই-উতরাই পেরিয়ে এসেছেন গোবিন্দ ও সুনীতা। তবে তাঁরা বারবার প্রমাণ করেছেন—গুজব যতই থাকুক, তাঁদের মধ্যে থাকা ভালবাসা এক কথায় অটুট। সুনীতার ভাষায়, “ভগবানেরও ক্ষমতা নেই আমাদের আলাদা করার।” আর করবা চৌথের এই উপহার যেন সেই কথাকেই আরও একবার সত্যি করে দিল। তবে জুটির মধ্যে থাকা মান অভিমান যে একটা সময় মিটে যাবে, তাও অনুমান করেছিল অনুরাগীরা।
