কেন ফ্ল্যাটে থাকা পছন্দ করেন না শাহরুখ? দিলেন দারুণ উত্তর
২০০১ সালে কত দাম দিয়ে মন্নত কিনেছিলেন শাহরুখ জানেন? শাহরুখ স্টারকিড নন। দিল্লির ছেলে প্রথম দিকে স্ত্রী গৌরীকে নিয়ে থাকতেন পরিচালক আজিজ মির্জার বাড়ির একটি ঘরে।

হুট করে তারকা হয়ে যাননি তিনি। লাগাতার পরিশ্রম, অনিদ্রা, আর কষ্ট সঙ্গী হয়েছিল তাঁর। কথা হচ্ছে শাহরুখ খানের। এই মুহূর্তে মুম্বইয়ের অন্যতম বিলাসবহুল বাড়ি ‘মন্নতে’র বাসিন্দা তিনি। তবে এই সুপারস্টার তকমা একদিনে পাননি তিনি। আরব সাগরের পাড়ের এই মায়ানগরী তাঁকে দুই হাত ভরে দিয়েছেন সব কিছুই, তবে তা বহু পরিশ্রমের ফসল। শাহরুখের রাজপ্রাসাদের এই মুহূর্তে দাম ২০০ কোটি টাকা। তবে যখন কিনেছিলেন তখন এত দাম ছিল না। তবে সেই সময় শাহরুখের ক্ষমতার বাইরে ছিল মন্নত। তিনি সঞ্চয় করে চলেছিলেন এই বাড়ি কেনার আসায়। তবে কেন কোনও অ্যাপার্টমেন্টে থাকেননি তিনি? ফ্ল্যাট কি তবে পছন্দ নয়? করণ জোহর প্রশ্ন করতেই সকলকে চমকে দেওয়া উত্তর দিয়েছিলেন কিং খান।
২০০১ সালে কত দাম দিয়ে মন্নত কিনেছিলেন শাহরুখ জানেন? শাহরুখ স্টারকিড নন। দিল্লির ছেলে প্রথম দিকে স্ত্রী গৌরীকে নিয়ে থাকতেন পরিচালক আজিজ মির্জার বাড়ির একটি ঘরে। এর পর তাজ হোটেলের কাছে একটি বাড়ি ভাড়াও নেন। তবে নিজের বাড়ির শখ কার না থাকে? সেই শখ মেটাতেই মন্নত কিনে ফেলেছিলেন তিনি। ওদিকে ব্যাঙ্ক ব্যালেন্স তখন মাত্র দুই কোটি। শোনা যায়, মন্নত কিনতে লেগেছিল ৩০ কোটি। বাকি টাকাটা ব্যাঙ্ক থেকে ধার নিয়েছিলেন শাহরুখ। নিজের প্রতি বিশ্বাস ছিল। জানতেন কঠিন পরিশ্রম করে ঠিক ধার মিটিয়ে দেবেন। তেমনটাই ঘটে। অথচ ফ্ল্যাটে থাকা নয়। কিন্তু ফ্ল্যাটে কীসের সমস্যা? বলিউডে অধিকাংশ সেলেবদেরই একটি করে অ্যাপার্টমেন্ট রয়েছে। কিং খানের যুক্তি, তিনি অ্যাপার্টমেন্টে থাকবেন না। কারণ, তাঁর ওপর কেউ থাকতেই পারে না। উত্তরটা মজার ছলে দিলেও মুহূর্তে সেই ক্লিপিং ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। এটাই শাহরুখ খান, বলিউড বাদশা। আত্মবিশ্বাসই যাঁর মূল অস্ত্র।
