AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি হয়তো পূর্বজন্মে…’, ঋতুপর্ণ ঘোষকে মনের কোন কথা বলে বসেন বিদ্যা?

ঋতুপর্ণ ঘোষ সঞ্চালিত ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’ টকশোতে বিদ্যাকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। ভূমিকায় বিদ্যা সম্পর্কে বলার সময় তাঁর বাংলার প্রতি ভালবাসার কথা উল্লেখ করেছিলেন তিনি। যেখানে বাঙালিদের মধ্যে বাঙালিয়ানা হারাচ্ছে, সেখানে বিদ্যার মতো এক দক্ষিণ ভারতীর এমন বাংলাপ্রীতি চমকে দেওয়ার মতো।

'আমি হয়তো পূর্বজন্মে...', ঋতুপর্ণ ঘোষকে মনের কোন কথা বলে বসেন বিদ্যা?
| Edited By: | Updated on: Sep 12, 2025 | 9:10 PM
Share

বাঙালি পরিচালক গৌতম হালদারের ‘ভাল থেকো’ ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা বালন। সেই সময় তিনি নতুন ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। প্রথম ব্রেক পেয়েছিলেন এই বাংলা ছবিতেই। ফলে বিদ্যার সঙ্গে বাংলার এক নিবিড় যোগ আছে শুরু থেকেই। তারপর মুম্বইয়ের বাঙালি পরিচালক প্রদীপ সরকারের পরিচালনায় তৈরি হিন্দি ছবি ‘পরিণীতা’য় অভিনয় করেন বিদ্যা।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা উপন্যাসের উপর ভিত্তি করে হিন্দি ছবিটি নির্মাণ করেছিলেন প্রদীপ। তাতেও নায়িকার চরিত্রে ছিলেন এই বিদ্যাই। বাঙালি পরিচালক সুজয় ঘোষের নির্দেশনায় তৈরি ‘কাহানি’তে বিদ্যাকে দেখানো হয়েছিল এক বাঙালির চরিত্রেই। গোটা ছবির শুটিং হয়েছিল কলকাতায়। কেবল তাই নয়, বলিউডের এই দক্ষিণ ভারতীয় অভিনেত্রীর সঙ্গে বাঙালিদের চেহারার অদ্ভুত মিল খুঁজে পান অনেকেই। বিদ্যা বাংলা ভাষাটাও জানেন। বাঙালি না হয়ে বাংলার সঙ্গে এক অবাঙালি অভিনেত্রীর এই অন্তরঙ্গতা মুগ্ধ করেছিল প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে। বিদ্যাকে বাহবা জানিয়েছিলেন তিনি।

ঋতুপর্ণ ঘোষ সঞ্চালিত ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’ টকশোতে বিদ্যাকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। ভূমিকায় বিদ্যা সম্পর্কে বলার সময় তাঁর বাংলার প্রতি ভালবাসার কথা উল্লেখ করেছিলেন তিনি। যেখানে বাঙালিদের মধ্যে বাঙালিয়ানা হারাচ্ছে, সেখানে বিদ্যার মতো এক দক্ষিণ ভারতীর এমন বাংলাপ্রীতি চমকে দেওয়ার মতো। ঋতুপর্ণ বলেছিলেন, “ইংরেজি হরফে একটি লেখা নির্ভুলভাবে বাংলায় লিখে আমাকে মেসেজ করেছিল বিদ্যা। সকলকে সেই মেসেজ দেখিয়েছিলাম আমি।”

তাঁর বাংলাপ্রীতি নিয়ে বিদ্যা বলেছিলেন, “আমার ধারণা আগের জন্মে আমি বাংলার সঙ্গে যুক্ত ছিলাম। আমি হয়তো বাঙালিই ছিলাম পূর্ব জন্মে। তাই হয়তো এই জন্মে বাঙালিয়ানা আমার পিছু ছাড়েনি। বরং আমাকে বারবার ফিরিয়ে এনেছে এই বাংলায়। আমি বাঙালি হতে খুব ভালবাসি।”