AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৭৭ বছরে রানির দুর্গাপুজো, জানেন বম্বেতে এই পুজো কে শুরু করেছিলেন?

এই পুজোয় নিয়মরীতি মেনেই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত হয় —পুষ্পাঞ্জলি, সিঁদুরখেলা, আরতি, ধুনুচি নাচ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, তালিকা থেকে বাদ পড়ে না কিছুই। রানির পরিবারের সদস্যরা নিজের হাতে ভোগ পরিবেশন করে থাকেন। এমনকি রানিও কখনও ভোগ রান্নায় সাহায্য করে থাকেন।

৭৭ বছরে রানির দুর্গাপুজো, জানেন বম্বেতে এই পুজো কে শুরু করেছিলেন?
| Edited By: | Updated on: Sep 28, 2025 | 11:00 AM
Share

বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো মানেই এক বিশাল উৎসব। যার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বছরের ঐতিহ্য, আবেগ আর বাঙালিয়ানার টান। মুম্বইয়ের অন্যতম চর্চিত এই পুজো ঘিরে সকলের কৌতূহলের পারদ থাকে তুঙ্গে। মুম্বইয়ের সান্তাক্রুজে অবস্থিত মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো কেবল ঘরোয়া অনুষ্ঠান নয়, বরং বলিউড তারকাদের অন্যতম মিলনস্থল হয়ে ওঠে। হাজার হাজার মানুষের ভিড় জমতে দেখা যায় সেখানে। ভোগ বিতরণ থেকে প্রতিমা দর্শন, সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয় এই নর্থ বম্বে দুর্গাপুজো।

রানি মুখোপাধ্যায়ের পরিবারের সঙ্গে কলকাতার নাড়ির টান। সেই সূত্রেই তাঁরা মুম্বইতেই দুর্গাপুজোর আয়োজন করে আসছেন। ১৯৪৮ সালে এই পুজোর সূচনা করেন রানির পিতামহ, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শশধর মুখোপাধ্যায়। এরপর তাঁর পুত্র তথা রানির বাবা রাম মুখোপাধ্যায় সেই পরম্পরা বজায় রাখেন। আজ রানি নিজেই সেই ধারা এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এই পুজোয় নিয়মরীতি মেনেই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত হয় —পুষ্পাঞ্জলি, সিঁদুরখেলা, আরতি, ধুনুচি নাচ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, তালিকা থেকে বাদ পড়ে না কিছুই। রানির পরিবারের সদস্যরা নিজের হাতে ভোগ পরিবেশন করে থাকেন। এমনকি রানিও কখনও ভোগ রান্নায় সাহায্য করে থাকেন। বোনের এই পুজোতে কাঁধে কাঁধ মিলিয়ে আয়োজনে নেমে পড়েন কাজল। এই পুজোয় প্রতিবছর দেখা মেলে অজস্র বলিউড তারকার। অমিতাভ বচ্চন, অনুপম খের, বিদ্যা বালান, রণবীর কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে আরও অনেকে উপস্থিত হন মা দুর্গার আশীর্বাদ নিতে।

রানির মতে, এই দুর্গাপুজো তাঁর জীবনের সঙ্গে এমনভাবে মিশে আছে, যা কখনও আলাদা করা যায় না। রানির বাড়ির এই পুজো তাই শুধু মুখোপাধ্যায় পরিবারের নয়—এটা হয়ে উঠেছে বলিউডের দুর্গোৎসবেরই আর এক মুখ।