Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ঐশ্বর্যই অভিষেকের আদর্শ জীবনসঙ্গী’, বলে দিয়েছিলেন জয়াই…

Jaya-Aishwarya-Amitabh: বউমা ঐশ্বর্যর এক নিদারুণ গুণের কথা বলেন জয়া। তিনি বলেন, "এত বড় তারকা হওয়া সত্ত্বেও ঐশ্বর্য সবসময় পিছনে চুপ করে দাঁড়িয়ে থাকে। কোনওদিনও ঠেলাঠেলি করে সামনে আসার চেষ্টা করে না।"

'ঐশ্বর্যই অভিষেকের আদর্শ জীবনসঙ্গী', বলে দিয়েছিলেন জয়াই...
জয়া-ঐশ্বর্য।
Follow Us:
| Updated on: Jul 20, 2024 | 3:14 PM

বচ্চন পরিবারের সঙ্গে নাকি ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক আর আগের মতো নেই। তাঁদের নাকি ‘তুতু ম্যায় ম্যায়’ চলছেই। এমনও শোনা যাচ্ছে, অভিষেক-ঐশ্বর্যর নাকি ডিভোর্সও হয়ে যাবে। তবে সবটাই শোনা কথা। সম্প্রতি অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে বচ্চন পরিবারের থেকে দূরে-দূরে ছিলেন ঐশ্বর্য এবং তাঁর কন্যা আরাধ্যা। এই ঘটনা তাঁদের ডিভোর্সের রটনাকে আরও বেশি উসকে দিয়েছে। এরই মাঝে এক পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। তাতে বউমা ঐশ্বর্য সম্পর্কে অনেককিছু বলতে শোনা যাচ্ছে শাশুড়ি জয়া বচ্চনকে।

পুরনো ভিডিয়োটি ‘কফি উইথ করণ’ টক শো-এর এক এপিসোডের। যে এপিসোডে আমন্ত্রিত হয়ে এসেছিলেন জয়া। তাতেই পুত্রবধূ ঐশ্বর্য সম্পর্কে ভাল-ভাল কথা বলেন জয়া। জয়া বলেছিলেন, “বচ্চন পরিবারে বিয়ে হতে পারে ঐশ্বর্যর। কিন্তু ও তো কম বড় তারকা নয়। তবে সেই ব্যাপারটা ওর ব্যবহারে আমরা কোনওদিনও দেখতে পাইনি।”

তারপরই বউমার এক নিদারুণ গুণের কথা বলেন জয়া। তিনি বলেন, “এত বড় তারকা হওয়া সত্ত্বেও ঐশ্বর্য সবসময় পিছনে চুপ করে দাঁড়িয়ে থাকে। কোনওদিনও ঠেলাঠেলি করে সামনে আসার চেষ্টা করে না।” সেই টক শোতেই ঐশ্বর্যকে অভিষেকের আদর্শ জীবনসঙ্গী বলেছিলেন জয়া।