AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Filmfare 2025: ১৬তম ফিল্মফেয়ার শাহরুখের ঝুলিতে, এবার সেরার তালিকায় কারা?

কখনও শাহরুখ কাজলের রেট্রো কেমিষ্ট্রি, কখনও আবার করণ শাহরুখের মজার সংলাপ প্রতিবারের মতোই দর্শকদের মন জয় করেছে। এবারের ফিল্মফেয়ারে বাজিমাত করলেন কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’, যা জিতে নিল মোট ১২টি পুরস্কার, যার মধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা সংলাপ, সেরা সঙ্গীত, সেরা পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রী, এবং সেরা নবাগত অভিনেত্রী পুরস্কার।

Filmfare 2025: ১৬তম ফিল্মফেয়ার শাহরুখের ঝুলিতে, এবার সেরার তালিকায় কারা?
| Edited By: | Updated on: Oct 12, 2025 | 3:57 PM
Share

শনিবার রাজকীয় কায়দায় অনুষ্ঠিত হল ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। প্রতিবছর এই সিনে অ্যাওয়ার্ডের দিকে তাকিয়ে থাকেন সকলে। আর রাত বাড়তেই একের পর এক ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বলিউডের জমজমাট এই সন্ধ্যাকে ঝলমলে করে তুললেন বলিউড তারকারা। উপস্থাপনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পল। মঞ্চ মাতিয়েছেন শাহরুখ, কৃতি শ্যানন, কাজল-সহ আরও অনেকে।

কখনও শাহরুখ কাজলের রেট্রো কেমিষ্ট্রি, কখনও আবার করণ শাহরুখের মজার সংলাপ প্রতিবারের মতোই দর্শকদের মন জয় করেছে। এবারের ফিল্মফেয়ারে বাজিমাত করলেন কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’, যা জিতে নিল মোট ১২টি পুরস্কার, যার মধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা সংলাপ, সেরা সঙ্গীত, সেরা পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রী, এবং সেরা নবাগত অভিনেত্রী পুরস্কার।

সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে শেয়ার করে নেন অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক) এবং কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন)। সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট (জিগরা)।

সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হলেন রাজকুমার রাও (শ্রীকান্ত), এবং সেরা অভিনেত্রী প্রতিভা রান্তা (লাপাতা লেডিস)। সমালোচকদের মতে সেরা চলচ্চিত্র ‘আই ওয়ান্ট টু টক’, পরিচালনায় সুজিত সরকার। নবাগত পরিচালক হিসেবে পুরস্কৃত হলেন কুনাল খেমু (মাদগাঁও এক্সপ্রেস) এবং আদিত্য সুহাস জাম্ভলে (আর্টিকেল ৩৭০)।

সঙ্গীত বিভাগেও লাপাতা লেডিস জয়ী—সেরা মিউজিক অ্যালবাম, সেরা গায়ক (অরিজিৎ সিং), সেরা লিরিক্স, এবং ব্যাকগ্রাউন্ড স্কোর সবই এই সিনেমার ঝুলিতে। ইতিমধ্যেই ফিল্মফেয়ারের পেজ থেকে একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যে তালিকা থেকে বাদ পড়েনি, শাহরুখ খানের পাওয়া পুরস্কার আর তার স্পিচও।