Madhuri Dixit: ঘুম থেকে উঠেই মাধুরী দীক্ষিতের হাত যায় কোন দিকে?
এভারগ্রিন মাধুরী দীক্ষিত কখন কী করেন, কোথায় যান, কী খান, কীভাবে রূপচর্চা করেন, তা জানতে তাঁর অনুরাগীদের আগ্রহের অন্ত নেই। আপনি কি জানেন ঘুম থেকে উঠেই মাধুরী কোন জিনিসে হাত দেন? সম্প্রতি নেটদুনিয়ায় তাঁর এক পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে।

বয়স তাঁর ৫৮। কিন্তু আজও কোনও মঞ্চে উঠলেই চারিদিকে তিনি দ্যুতি ছড়ান। একাধিক তরুণদের মনে আজও তিনি দোলা দেন। কথা হচ্ছে এভারগ্রিন মাধুরী দীক্ষিতকে (Madhuri Dixit) নিয়ে। সেই ১৯৮৪ সাল থেকে সিনেদুনিয়ায় ছাপ ফেলতে শুরু করেন মাধুরী। দেখতে দেখতে ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তিনি কখন কী করেন, কোথায় যান, কী খান, কীভাবে রূপচর্চা করেন, তা জানতে তাঁর অনুরাগীদের আগ্রহের অন্ত নেই। আপনি কি জানেন ঘুম থেকে উঠেই মাধুরী কোন জিনিসে হাত দেন? সম্প্রতি নেটদুনিয়ায় তাঁর এক পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে এক অ্যাওয়ার্ড শো-তে সঞ্চালক এক মজার প্রশ্ন করেন, “ঘুম থেকে উঠে প্রথমে আপনি কোনটি স্পর্শ করেন? মোবাইল ফোন, না টুথব্রাশ?”
মাধুরী এই প্রশ্ন শুনে স্মিত হেসে ওই প্রশ্নের জবাবে বলেন, ‘স্মার্টফোন।’ তাঁর এই অকপট স্বীকারোক্তি শুনে সঞ্চালিকা হেসে ওঠেন। মাধুরীর পাশে থাকা তাঁর স্বামী ডক্টর শ্রীরাম মাধব নেনে ছিলেন। তিনিও ওই উত্তর শুনে হাসতে থাকেন। আসলে বর্তমান সময়ে বহু মানুষেরই দিনের শুরু হয় মোবাইল ফোনের স্ক্রিন দেখে, আর সেই তালিকায় বলিউড ডিভাও ব্যতিক্রম নন।
মাধুরী দীক্ষিত শুধু তাঁর ভুবনভোলানো হাসি ও অসাধারণ নাচের জন্যই নয়, নানা শক্তিশালী অভিনয় দিয়েও দর্শকের মন জয় করেছেন। নব্বইয়ের দশক থেকে শুরু করে একটা দীর্ঘ সময় তিনি ছিলেন হিন্দি ছবির সবচেয়ে জনপ্রিয় মুখগুলির অন্যতম। মাধুরীর কেরিয়ারগ্রাফ দেখার মতো। তাঁর বেশ কিছু কাজ সিনেপ্রেমীদের মনে আজও টাটকা। ‘তেজাব’ এর ‘এক দো তিন’ গানে তাঁর নাচ আজও দর্শকের মনে অমর। ‘দিল’ (১৯৯০) সিনেমাটি তাঁকে এনে দিয়েছিল প্রথম ফিল্মফেয়ার পুরস্কার। ‘বেটা’ (১৯৯২)-তে তাঁর “ধক ধক” গান তাঁকে ‘ধক ধক গার্ল’ খেতাব এনে দেয়। পাশাপাশি ‘হাম আপকে হ্যাঁ কৌন’ (১৯৯৪) এবং ‘দিল তো পাগল হ্যায়’ (১৯৯৭) মতো সিনেমা তাঁকে বক্স অফিসের শীর্ষ নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে। তাঁর উজ্জ্বল কেরিয়ারে একাধিক ফিল্মফেয়ার পুরস্কার রয়েছে, আর নাচে পারদর্শিতার জন্য আজও তাঁকে ভারতীয় সিনেমার সেরা নৃত্যশিল্পী-অভিনেত্রীদের একজন বলা হয়।
বর্তমানে মাধুরী সিনেমার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্ম ও রিয়েলিটি শো-তেও সমানভাবে সক্রিয়। তাঁর সৌন্দর্য, উজ্জ্বল ব্যক্তিত্ব ও প্রাণবন্ত হাসি আগের মতোই দর্শকদের মুগ্ধ করে।
