Ghorer Bioscope Awards 2025: সেরা ওয়েব সিরিজের পুরস্কার পেল ‘পুরো পুরী একেন’
হইচই মুক্তি পাওয়া এই সিরিজকেই সেরা সিরিজ হিসেবে বেছে নিল এবারের ঘরের বায়োস্কোপ। ঘরের বায়োস্কোপের বিচারক মণ্ডলী অর্থাৎ কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়া, পাঁচটি সিরিজ, যথা ডাইনি, পুরো পরী একেন, ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্কর, উনিশে এপ্রিল, বসন্ত এসে গেছে থেকে সেরা হিসেবে বেছে নিল অনির্বাণ চক্রবর্তী অভিনীত পুরো পুরী একেনকে।

সিনেপর্দায় বা ওটিটির পর্দায় ফেলুদা, ব্যোমকেশ একচেটিয়া আধিপত্য যেখানে, সেখানে টুক করে ঢুকে পড়লেন গোয়েন্দা একেন বাবু। হাসির মোড়কে রহস্য জট খোলার ওস্তাদ একেন বাবু অল্প দিনেই মন জিতে নিয়েছে সবার। একেন সিরিজের চতুর্থ গল্প, পুরো পুরী একেনও মন জয় করে নিয়েছিল। হইচই মুক্তি পাওয়া এই সিরিজকেই সেরা সিরিজ হিসেবে বেছে নিল এবারের ঘরের বায়োস্কোপ। ঘরের বায়োস্কোপের বিচারক মণ্ডলী অর্থাৎ কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়া, পাঁচটি সিরিজ, যথা ডাইনি, পুরো পরী একেন, ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্কর, উনিশে এপ্রিল, বসন্ত এসে গেছে থেকে সেরা হিসেবে বেছে নিল অনির্বাণ চক্রবর্তী অভিনীত পুরো পুরী একেনকে।
আট নম্বর সিজনে ‘একেনবাবু’ পাড়ি দিয়েছেন পুরীতে। জীবনে প্রথম বার পুরী ভ্রমণের আনন্দে উৎফুল্ল একেন। সঙ্গে তাঁর দুই সঙ্গীর এক জন, বাপি। যদিও একেন যাচ্ছেন পুরীর সমুদ্র উপভোগ করবেন বলে, আর ওড়িশার দারুণ সব খাবার দিয়ে পেটপুজো করবেন বলে, কিন্তু তাঁকে যিনি ঘটা করে ডেকে পাঠিয়েছেন, তাঁর উদ্দেশ্য কিন্তু অন্য।
বেড়াতে গিয়ে রহস্যের জালে জড়িয়ে পড়া একেনের কাছে নতুন কোনও ঘটনা নয়। এমনকি, এ রকম কিছু হলে তাঁর সঙ্গী বাপি আর প্রমথও কম আপ্লুত হন না। এক কথাকলি নৃত্যশিল্পী পারমিতা ঘন ঘন মৃত্যুর হুমকি পাচ্ছেন ফোনে। আর তাতেই তিনি ও তাঁর স্বামী অভীক যথেষ্ট বিচলিত। এই রহস্য সমাধান করার জন্যই খানিক বেড়ানোর লোভ দেখিয়ে একেনকে পুরীতে ডেকে আনেন তাঁর খোকামামা। এই রহস্য ভেদেই বাজিমাত করলেন একেন বাবু। খুব শীঘ্রই টিভি নাইন বাংলার পর্দাতেও দেখানো হবে ঘরের বায়োস্কোপ। নজর থাকুক TV9 বাংলায়।
