নীলাঞ্জনার সঙ্গে বিচ্ছেদ নিয়ে কী বলছেন যিশু?
দুই মেয়েকে নিয়ে বহু আগেই নাকি নীলাঞ্জনা আলাদা হয়েছেন। তবে এই বিষয়ে নানা খবর রটলেও, প্রকাশ্যে যিশুকে নিয়ে নীলাঞ্জনা এবং নীলাঞ্জনাকে নিয়ে যিশু সেভাবে কোনও মন্তব্য করেননি। এমনকী, বিবাহবিচ্ছেদের কথা রটলেও, দুজন এব্য়াপারে চুপই থেকেছেন।

গত বছর থেকেই টলিপাড়ায় হঠাৎ রটে যায়, যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার বিচ্ছেদের খবর। শোনা যায়, তাঁদের দাম্পত্য কলহ এতটাই বেড়েছে যে, একই ছাদের তলায় নাকি দুজনে থাকছেন না। দুই মেয়েকে নিয়ে বহু আগেই নাকি নীলাঞ্জনা আলাদা হয়েছেন। তবে এই বিষয়ে নানা খবর রটলেও, প্রকাশ্যে যিশুকে নিয়ে নীলাঞ্জনা এবং নীলাঞ্জনাকে নিয়ে যিশু সেভাবে কোনও মন্তব্য করেননি। এমনকী, বিবাহবিচ্ছেদের কথা রটলেও, দুজন এব্য়াপারে চুপই থেকেছেন। তবে এই প্রথমবার টিভি ৯ বাংলার সামনে নীলাঞ্জনা ও যিশুকে নিয়ে মুখ খুললেন যিশু সেনগুপ্ত।
কী বললেন টলিউড-বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা?
নীলাঞ্জনার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্ন করতেই যিশু জানান, ” এটা নিয়ে আজ পর্যন্ত মুখ খুলিনি। সারা জীবনেও খুলব না। এর নেপথ্যে আমার ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। তবে কিছু মানুষ রয়েছে, যাঁদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। নাহলে তো অসুস্থ হয়ে যেতাম। মারাও যেতে পারতাম। আমার ব্যক্তিগত গণ্ডিতেই এটা নিয়ে আলোচনা করেছি এবং তাঁদেরকেও বলেছি, এটা নিয়ে বাইরে অন্য কারও কাছে আলোচনা করলে, তাহলে তাঁদের সঙ্গে আমার সম্পর্কে ইতি ঘটবে। ”
যিশু আরও জানান, ”দুটো মানুষ এক জায়গায় থাকতে পারছেন না। যেমন, আমার ছোটবেলায় আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমরা তিনজন খুব কাছের বন্ধু ছিল। একসঙ্গে আমার ঝগড়া হয়। আমরা বন্ধু। এটা হতেই পারে, যে দুজনে একজায়গায়, মতের মিল, অমিল, আরও অনেক কিছু জায়গা থাকে, সম্মান, একসঙ্গে জীবনযাপন করা। হতেই পারে একটা পয়েন্টে গিয়ে ব্যাপারটা জমছে না। অন্তত আমার তরফ থেকে এটাই মনে হয়, যদি প্রয়োজন হয় আমি অবশ্য়ই ওর পাশে দাঁড়াবো, যেকোনও সময়। এটাই বলতে পারি। ”
