AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অজ্ঞাত কারণে’ কনসার্ট থেকে বাদ হুলিগানইজম! উত্তর খুঁজছে নেটপাড়া

হুলিগানইজম তাদের রাজনৈতিক রচনার জন্যই সম্প্রতিতে সকলের আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। রাজ্য-রাজনীতি, NRC, SIR থেকে বিভিন্ন নেতার মন্তব্য—সবই উঠে আসে তাঁদের গানের ছত্রে ছত্রে। ফলে, অনেক অনুরাগী মনে করছেন, এ ব্যান্ডের প্রতিবাদী কণ্ঠই হয়তো তাদের বাদ পড়ার কারণ।

'অজ্ঞাত কারণে' কনসার্ট থেকে বাদ হুলিগানইজম! উত্তর খুঁজছে নেটপাড়া
| Edited By: | Updated on: Oct 14, 2025 | 4:56 PM
Share

সম্প্রতি দেশ থেকে বিদেশ, বিভিন্ন শহরে নানান অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছে বাংলা নয়া রক ব্যান্ড হুলিগানইজম। অনির্বাণ ভট্টাচার্য, কৃষানু ঘোষ, দেবরাজ ভট্টাচার্য-সহ পুরো দল সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন সাফল্যের একরাশ স্মৃতি নিয়ে। কিন্তু দেশে ফিরেই এল এক অপ্রত্যাশিত দুঃসংবাদ—’ইউনিটি কনসার্ট ২০২৫’-এর তালিকা থেকে বাদ পড়েছে হুলিগানইজম। খবর পেতেই তা সকল অনুরাগীদের উদ্দেশে জানালেন তাঁরা।

আগামী ১ নভেম্বর কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে বসছে বহু প্রতীক্ষিত এই রক-পপ কনসার্ট। যেখানে ফসিলস, লক্ষ্মীছাড়া, ইউফোরিয়া ও চন্দ্রবিন্দু-র মতো জনপ্রিয় ব্যান্ডগুলির সঙ্গে মঞ্চে থাকার কথা ছিল হুলিগানইজমেরও। কিন্তু রবিবার সন্ধ্যায় একটি ফেসবুক পোস্টে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়—তারা “অজ্ঞাত কারণে” এই কনসার্ট থেকে বাদ পড়েছে।

পোস্টে লেখা হয়, “খবর পাইলাম ১ নভেম্বর ইউনিটি কনসার্ট-এর তালিকা হইতে কোনও এক অজ্ঞাত কারণে হুলিগানইজম বাদ গিয়াছে। তাতে দুঃখ পাইবেন না শ্রোতাগণ… তবে হুলিগানইজমের গান বন্ধ হইবে না।” তবে এ নিয়ে রাজনৈতিক জল্পনা যেন আগেই আঁচ করেছিলেন তাঁর। পোস্টে তাই ব্যঙ্গ করে লেখা, আরও লেখা হয়, “ইহার পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি খুঁজিবেন না। পশ্চিমবঙ্গ অরাজনৈতিক রাজ্য এবং সাংস্কৃতিক উদারতায় বিশ্বে প্রথম।”

প্রসঙ্গত, হুলিগানইজম তাদের রাজনৈতিক রচনার জন্যই সম্প্রতিতে সকলের আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। রাজ্য-রাজনীতি, NRC, SIR থেকে বিভিন্ন নেতার মন্তব্য—সবই উঠে আসে তাঁদের গানের ছত্রে ছত্রে। ফলে, অনেক অনুরাগী মনে করছেন, এ ব্যান্ডের প্রতিবাদী কণ্ঠই হয়তো তাদের বাদ পড়ার কারণ। যদিও আয়োজকদের পক্ষ থেকে এখনও কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সমর্থনের ঝড় উঠেছে হুলিগানইজমের পাশে।