শ্রাবন্তী, মিমি, পায়েলের মধ্যে কে বেশি বোকা? কী উত্তর শুভশ্রীর
জি বাংলাতে একটা নন-ফিকশন শো সঞ্চালনার দায়িত্ব পেয়েছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর প্রশ্নবাণ সামলেছেন টলিপাড়ার নামী মুখেরা। দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, অভিষেক চট্টোপাধ্যায় থেকে শুরু করে তাবড়-তাবড় অভিনেতা-অভিনেত্রীরা সেই শোয়ে মন খুলে কথা বলেছেন।

জি বাংলাতে একটা নন-ফিকশন শো সঞ্চালনার দায়িত্ব পেয়েছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর প্রশ্নবাণ সামলেছেন টলিপাড়ার নামী মুখেরা। দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, অভিষেক চট্টোপাধ্যায় থেকে শুরু করে তাবড়-তাবড় অভিনেতা-অভিনেত্রীরা সেই শোয়ে মন খুলে কথা বলেছেন।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে শাশ্বত প্রশ্ন করেছিলেন, তিন নায়িকা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী আর পায়েল সরকার, এই তিনজনের মধ্যে কে সবচেয়ে বেশি বোকা, আর কে সবচেয়ে কম বোকা, আর মাঝেই বা কে? মানে বোকামির মাত্রা অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারণ করতে বলেছিলেন শাশ্বত। প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেছিলেন, ”শ্রাবন্তী সবচেয়ে বোকা তিনজনের মধ্যে। মিমিকে দেখে আমার স্মার্ট মনে হয়।” শুভশ্রী স্পষ্ট করে দেন, বোকামির মাত্রা অনুযায়ী এক নম্বরে তিনি শ্রাবন্তীকে রাখবেন, দুই নম্বরে রাখবেন পায়েলকে। আর মিমিকে তিনি সবচেয়ে কম বোকা মনে করেন।
তবে শুভশ্রীর এমন ভাবনা কেন, সেটা বেশ সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন নায়িকা। শুভশ্রীর কথায়, ”শ্রাবন্তীকে সবচেয়ে বোকা বললাম, কারণ ও হলো ইমোশনাল ফুল। এরকম বোকা হওয়া আসলে ভালো।” শুভশ্রী আসলে বলেননি যে শ্রাবন্তীর বুদ্ধি কম। তিনি বলতে চেয়েছেন, মানুষ হিসাবে শ্রাবন্তী আবেগপ্রবণ। আর সে কারণেই শুভশ্রী মেনশন করে দিয়েছিলেন, এমন বোকা হওয়া ভালো।
এই এপিসোডে দেবকেও কী-কী প্রশ্ন করতে চান নায়িকা, তা জানতে চেয়েছিলেন শাশ্বত। উত্তরে শুভশ্রী বলেন, নায়কের বয়স কত হয়েছে আর বিয়েটা কবে হচ্ছে, এই দু’টো জিনিস তিনি জানতে চান। ‘ধূমকেতু’ ছবিটা কবে মুক্তি পাবে, সে কথাও জানতে চেয়েছিলেন শুভশ্রী। সেই প্রশ্নের উত্তর অবশেষে পাওয়া গিয়েছে। এই বছর ১৪ অগাস্ট মুক্তি পাবে দেব-শুভশ্রীর ছবি।
