বাধ্য হয়ে দিনে ২০টা সিগারেটে টান, রাতারাতি বড় সিদ্ধান্ত শাহিদের

Shahid Kapoor: প্রতিদিন তিনি ২০টির বেশি সিগারেটে টান দিতেন। কারণ প্রতিটা শটেই প্রায় কবীর সিং-কে দেখা যেত সিগারেট ধরাতে। তবে সেই চরিত্রই নাকি সিগারেট ছাড়িয়ে ছিল শাহিদ কাপুরকে! এও সম্ভব!

বাধ্য হয়ে দিনে ২০টা সিগারেটে টান, রাতারাতি বড় সিদ্ধান্ত শাহিদের
Follow Us:
| Updated on: Nov 21, 2024 | 10:55 AM

তখন বাড়িতে সদ্যজাত সন্তান। ‘কবীর সিং’ ছবির শুটিং-এ ব্যস্ত রয়েছেন শাহিদ কাপুর। ঝড়ের গতিতে ভাইরাল শুটিং-এর একের পর এক খবর। অন্দর মহলে কী ঘটছে তা জানতে মরিয়া ভক্তরা। দিনে একের পর এক সিগারেটে টান। কবীর সিং চরিত্রটাই এমন। প্রতিটা মুহূর্তে যার ঠোঁটের ডগায় সিগারেট, সেই ‘কবীর সিং’-এর শুটি বলে কথা। নিজের একশো শতাংশ নিংড়ে দিয়েছিলেন এই চরিত্রের জন্য শাহিদ কাপুর। প্রতিদিন তিনি ২০টির বেশি সিগারেটে টান দিতেন। কারণ প্রতিটা শটেই প্রায় কবীর সিং-কে দেখা যেত সিগারেট ধরাতে। তবে সেই চরিত্রই নাকি সিগারেট ছাড়িয়ে ছিল শাহিদ কাপুরকে! এও সম্ভব!

সিগারেট ব্যক্তিগত জীবনেও খেতেন শাহিদ কাপুর। তবে একটা সময়ের পর তা লিমিটেড হয়ে যায়। তবে ‘কবীর সিং’ ছবির শুটিং-এর জন্য তিনি দিনে ২০টা করে যখন সিগারেট খেতেন, তখন বাড়ি ফিরে বেজায় সমস্যায় পড়তে হত তাঁকে। গা থেকে ছাড়ত সিগারেটের গন্ধ। টানা ২ ঘণ্টা স্নান করতেন তিনি। তবেই নবজাকতকে কোলে তুলে নিতেন। এতেই সমস্যা বেড়ে গিয়েছিল তাঁর। তবে শাহিদ কাপুর কোথাও গিয়ে যেন সেই অভ্যাস ছাড়ার সিদ্ধান্তও নিয়ে ছিলেন এই ছবির কাজ করার সময়ই। জার্সি ছবির প্রমোশনে নিজেই এই গোপন ফান্ডার কথা জানিয়েছিলেন শাহিদ কাপুর। বলেছিলেন, তিনি ধূমপান করতেন, কিন্তু গত কয়েকবছরে তা আর করছেন না। তিনি জানান, কবীর সিং-এর জন্যই ছেড়েছেন এই বদোভ্যাস।

তিনি জানান, ধূমপানকে কখনই তিনি প্রচার করতে চান না। তবে ছবির চরিত্রটাই এমন ছিল যে তিনি বাধ্য হয়েছিলেন ধূমপান করতে। শাহিদ বলেছিলেন, “এটা মোটেও সহজ কাজ ছিল না। কারণ যখন আমি ধূমপান করতাম দিনে ২০টা করে, তখনই তা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা ছিল কঠিন।” তবে সেটাই সম্ভব করেছিলেন তিনি কবীর সিং-এর মত চরিত্র দিয়ে।

ডিপসিকে রক্তস্নান করল আমেরিকার শেয়ার বাজার, হাহাকার দালাল স্ট্রিটেও!
ডিপসিকে রক্তস্নান করল আমেরিকার শেয়ার বাজার, হাহাকার দালাল স্ট্রিটেও!
কিঞ্জল নন্দ সিনেমা থেকে পয়সা পাচ্ছে সরকার ব্যবস্থা নেবে না?: সৌগত
কিঞ্জল নন্দ সিনেমা থেকে পয়সা পাচ্ছে সরকার ব্যবস্থা নেবে না?: সৌগত
টেলিভিশনের প্রাইম টাইমে গণতন্ত্র রেজাল্ট বেরোয় না: ঋতব্রত
টেলিভিশনের প্রাইম টাইমে গণতন্ত্র রেজাল্ট বেরোয় না: ঋতব্রত
'অর্পিতার সঙ্গে গল্প করা, পাশে বসিয়ে...' কেন বললেন সজল?
'অর্পিতার সঙ্গে গল্প করা, পাশে বসিয়ে...' কেন বললেন সজল?
তৃণমূল আর অমূলের কোনও ব্যাপার নেই, যদি কেউ অন্যায় করে থাকে...: ফিরহাদ
তৃণমূল আর অমূলের কোনও ব্যাপার নেই, যদি কেউ অন্যায় করে থাকে...: ফিরহাদ
গতকাল 'রক্তাক্ত হয়েছে' আমেরিকা, আজ তার প্রভাবে নেমেছে ভারতের বাজারও!
গতকাল 'রক্তাক্ত হয়েছে' আমেরিকা, আজ তার প্রভাবে নেমেছে ভারতের বাজারও!
ফাঁসি চাওয়া-না চাওয়া তিলোত্তমার বাবা-মায়ের ওপর নির্ভর করে না: কল্যাণ
ফাঁসি চাওয়া-না চাওয়া তিলোত্তমার বাবা-মায়ের ওপর নির্ভর করে না: কল্যাণ
বাম কংগ্রেসকে বিজেপির ছত্রছায়ায় আসার আহ্বান সুকান্তর
বাম কংগ্রেসকে বিজেপির ছত্রছায়ায় আসার আহ্বান সুকান্তর
কেন সঞ্জয়ের মৃত্যু চাইছেন না তিলোত্তমার মা-বাবা?
কেন সঞ্জয়ের মৃত্যু চাইছেন না তিলোত্তমার মা-বাবা?
Tathagata Roy: 'রাজ্য সভাপতি শুভেন্দুই', সিলমোহর দিলেন তথাগত
Tathagata Roy: 'রাজ্য সভাপতি শুভেন্দুই', সিলমোহর দিলেন তথাগত