অসুস্থ ইন্দ্রদীপ, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় পরিচালককে, কী হয়েছে তাঁর?
খবর পাওয়া মাত্রই সকলেই খোঁজ নিচ্ছেন পরিচালকের। গত কয়েকদিনে ছবির কাজে ব্যস্ত থাকার কারণেই কি সমস্যা? শারীরিক ধকলও গিয়েছে বহু। যদিও শরীর নিয়ে ইদানীং বেশ সচেতন হয়ে উঠেছিলেন তিনি।

সেলিব্রেশনের সময় এ কোন খবর! সদ্য ছবির প্রচার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। ‘গৃহপ্রবেশ’ মুক্তির পরই দর্শক মনে জায়গা করে নিয়েছে। রমরমিয়ে চলছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও জীতু কামালের এই ছবি। সেলিব্রিটিরা বর্তমানে হলভিজিটে ব্যস্ত। তিনিও ছিলেন সেই সকল কাজ নিয়েই। এরই মাঝে মিলল খারাপ খবর। অসুস্থ পরিচালক। গায়ে ১০৩ জ্বর। মূত্রনালিতে সংক্রমণ দেখা গিয়েছে। অর্থাৎ UTI-এর সমস্যা। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁরে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ইন্দ্রদীপ। সেখানেই চলছে চিকিৎসা।
খবর পাওয়া মাত্রই সকলেই খোঁজ নিচ্ছেন পরিচালকের। গত কয়েকদিনে ছবির কাজে ব্যস্ত থাকার কারণেই কি সমস্যা? শারীরিক ধকলও গিয়েছে বহু। যদিও শরীর নিয়ে ইদানীং বেশ সচেতন হয়ে উঠেছিলেন তিনি। নিয়মিত শরীরচর্চা করা থেকে শুরু করে খাওয়া দাওয়ায় রাশ টেনেছিলেন। কমাচ্ছিলেন ওজনও। তবে কী কারণে আচমকা অসুস্থ হয়ে পড়েন তা জানা যায়নি। যদিও ইতিমধ্যেই প্রাথমিক চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। সকলেই পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করছেন।
