৬ মাসের যজমসন্তান গর্ভেই নষ্ট, ফারদিন ছাড়েন বলিউড কেরিয়ার, বাড়ে ১৮ কেজি ওজন

Fardeen Khan Secrets: কিংবদন্তি অভিনেতা এবং প্রযোজক ফিরোজ় খানের পুত্র ফারদিন খান হঠাৎই হাওয়া হয়ে যান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। এক সময় 'প্লে বয়' ভাবমূর্তি ছিল তাঁর। মাদকের নেশায় ডুবে দিয়েছিলেন। প্রচণ্ড ওজন বাড়িয়ে ফেলেছিলেন। কিন্তু তাঁর সিনেমা ছেড়ে দেওয়ার কারণ ছিলেন স্ত্রী নাতাশা মাধবনী। দুই সন্তানের জন্ম দিতে গিয়েই...

| Updated on: Dec 26, 2023 | 9:28 AM
২০০৫ সালে নাতাশা মাধবনীকে বিয়ে করেছিলেন ফারদিন খান। ২০০৮ সালে প্রয়াত হন তাঁর বাবা ফিরোজ় খান। সেই সময় কাজ থেকে বিরতি নিয়েছিলেন ফারদিন। পরিবার এবং স্ত্রীর পাশে ছিলেন সারাটা সময়।

২০০৫ সালে নাতাশা মাধবনীকে বিয়ে করেছিলেন ফারদিন খান। ২০০৮ সালে প্রয়াত হন তাঁর বাবা ফিরোজ় খান। সেই সময় কাজ থেকে বিরতি নিয়েছিলেন ফারদিন। পরিবার এবং স্ত্রীর পাশে ছিলেন সারাটা সময়।

1 / 9
এই ফারদিনই ১৯৯৮ সালে 'প্রেম আগন' নামের এক ছবিতে নায়ক হিসেবে ডেবিউ করেন বলিউডে। দর্শকের খুব পছন্দ হয়েছিল এই সুন্দর রাজপুত্রের মতো অভিনেতাকে।

এই ফারদিনই ১৯৯৮ সালে 'প্রেম আগন' নামের এক ছবিতে নায়ক হিসেবে ডেবিউ করেন বলিউডে। দর্শকের খুব পছন্দ হয়েছিল এই সুন্দর রাজপুত্রের মতো অভিনেতাকে।

2 / 9
কিন্তু ফারদিনের এই খ্য়াতি ছিল মাত্র কয়েকদিনের জন্যই। অল্পদিনের মাথাতেই খ্য়াতির সিংহাসন থেকে নেমে আসতে বাধ্য হয়েছিলেন তারকা-পুত্র। এমনকী, ফিল্ম ইন্ডাস্ট্রিও ছেড়ে দিয়েছিলেন তিনি। এক কালের নিয়মে দর্শকের স্মৃতি থেকেও ধীরে-ধীরে আবছা হয়ে যাচ্ছিলেন।

কিন্তু ফারদিনের এই খ্য়াতি ছিল মাত্র কয়েকদিনের জন্যই। অল্পদিনের মাথাতেই খ্য়াতির সিংহাসন থেকে নেমে আসতে বাধ্য হয়েছিলেন তারকা-পুত্র। এমনকী, ফিল্ম ইন্ডাস্ট্রিও ছেড়ে দিয়েছিলেন তিনি। এক কালের নিয়মে দর্শকের স্মৃতি থেকেও ধীরে-ধীরে আবছা হয়ে যাচ্ছিলেন।

3 / 9
সেই সময় পরিবারই হয়ে ওঠে ফারদিনের ধ্যানজ্ঞান। বাবার মৃত্যু এবং স্ত্রীর কারণে অভিনয় পেশাকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছিলেন ফারদিন। বেড়ে যায় ১৮ কিলো ওজন।

সেই সময় পরিবারই হয়ে ওঠে ফারদিনের ধ্যানজ্ঞান। বাবার মৃত্যু এবং স্ত্রীর কারণে অভিনয় পেশাকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছিলেন ফারদিন। বেড়ে যায় ১৮ কিলো ওজন।

4 / 9
বলিউডের ছবিগুলিতে যে ধরনের চরিত্রে দেখা যায় ফারদিনকে, তা ছিল প্লে বয়ের (মহিলায় আসক্ত ব্যক্তি)। কিন্তু ব্যক্তিজীবনে তিনি ছিলেন একেবারেই উল্টো। পরিবার এবং স্ত্রীয়ের বাইরে কিছুই ভাবতে পারেন না তিনি।

বলিউডের ছবিগুলিতে যে ধরনের চরিত্রে দেখা যায় ফারদিনকে, তা ছিল প্লে বয়ের (মহিলায় আসক্ত ব্যক্তি)। কিন্তু ব্যক্তিজীবনে তিনি ছিলেন একেবারেই উল্টো। পরিবার এবং স্ত্রীয়ের বাইরে কিছুই ভাবতে পারেন না তিনি।

5 / 9
ফারদিনের স্ত্রী নাতাশার সে সময় সন্তান ধারণে অসুবিধা হয়। আইভিএফ (সন্তান ধারণের এক কৃত্রিম পদ্ধতি) পদ্ধতিতে সন্তান ধারণ করার পন্থা অবলম্বন করতে থাকেন তিনি। প্রতিদিনই কোনও না-কোনও পরীক্ষা চলে তাঁর।

ফারদিনের স্ত্রী নাতাশার সে সময় সন্তান ধারণে অসুবিধা হয়। আইভিএফ (সন্তান ধারণের এক কৃত্রিম পদ্ধতি) পদ্ধতিতে সন্তান ধারণ করার পন্থা অবলম্বন করতে থাকেন তিনি। প্রতিদিনই কোনও না-কোনও পরীক্ষা চলে তাঁর।

6 / 9
এই পরিস্থিতিতে স্ত্রীকে একা ফেলে রেখে দিনরাত শুটিং ফ্লোরে পড়ে থাকেননি ফারদিন। থেকেছেন স্ত্রীর পাশেই। লন্ডনে চলছিল নাতাশার চিকিৎসা।

এই পরিস্থিতিতে স্ত্রীকে একা ফেলে রেখে দিনরাত শুটিং ফ্লোরে পড়ে থাকেননি ফারদিন। থেকেছেন স্ত্রীর পাশেই। লন্ডনে চলছিল নাতাশার চিকিৎসা।

7 / 9
কিন্তু তাতেও ঈশ্বর মুখ তোলেননি ফারদিনের দিকে। নাতাশা এবং তাঁর যজমসন্তান গর্ভেই নষ্ট হয়ে যায়। ৬ মাসের মধ্যেই দুই সন্তানকে গর্ভেই হারান নাতাশা-ফারদিন। প্রচণ্ড খারাপ একটা সময় ছিল তখন।

কিন্তু তাতেও ঈশ্বর মুখ তোলেননি ফারদিনের দিকে। নাতাশা এবং তাঁর যজমসন্তান গর্ভেই নষ্ট হয়ে যায়। ৬ মাসের মধ্যেই দুই সন্তানকে গর্ভেই হারান নাতাশা-ফারদিন। প্রচণ্ড খারাপ একটা সময় ছিল তখন।

8 / 9
তবে ঈশ্বর ততটাও নিষ্ঠুর নন। ২০১৩ সালে কন্য়া সন্তানের জন্ম হয় ফারদিন-নাতাশার। ২০১৭ সালে জন্ম হয় পুত্র সন্তানেরও।

তবে ঈশ্বর ততটাও নিষ্ঠুর নন। ২০১৩ সালে কন্য়া সন্তানের জন্ম হয় ফারদিন-নাতাশার। ২০১৭ সালে জন্ম হয় পুত্র সন্তানেরও।

9 / 9
Follow Us: