স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে বিচ্ছেদের প্রশ্ন উঠতেই গর্জে ওঠেন যিশু, চাঁচাছোলা ভাষায় বললেন কী?
Jisshu-Nilanjana Divorce: ২০ বছর আগে বিয়ে করেছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত এবং অভিনেত্রী নীলাঞ্জনা ভৌমিক। সদ্য প্রয়াত অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের জ্যেষ্ঠ কন্যা নীলাঞ্জনা। 'হিপ হিপ হুররে' ধারাবাহিকে অভিনয় করতেন তিনি। তাঁকে বিয়ে করেছেন যিশু। শোনা যায়, মুম্বইয়ে গিয়ে কাজ করার সময়ও দুই অভিনেতার মধ্যে ভালবাসা গড়ে ওঠে। তারপর ২০ বছর আগে বিয়ে করেন তাঁরা। ২০০৪ সালের ৪ মার্চ বিয়ে করেন যিশু-নীলাঞ্জনা।
টালিগঞ্জে আজ এই বিয়ে ভাঙছে, তো কাল ওই সংসার। কিন্তু যে দম্পতি বছরের পর বছর ধরে সংসার করেছেন একে-অপরের পাশে দাঁড়িয়ে, তাঁরা হলেন মিস্টার অ্যান্ড মিসেস সেনগুপ্ত–অভিনেতা যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত। ৪ মার্চ তাঁদের বিবাহবার্ষিকী। ২০ বছরের পা দিল তাঁদের দাম্পত্যজীবন। জীবনের অনেক উঠানামা একে-অপরের পাশে দাঁড়িয়ে নিয়েছেন নীলাঞ্জনা-যিশু। কখনও হাত ছাড়েননি একে-অপরের। ভাঙনের পৃথিবীতে তাঁদের এই পাশে থাকা যেন দৃষ্টান্ত সক্কলের কাছে। কিন্তু এ হেন যিশুর সম্পর্কেও গুগলে সার্চ করা হয়, ‘কবে তাঁর ডিভোর্স’? একবার এক সংবাদমাধ্যম সেই প্রশ্নও করেছিল যিশুকে। তিনি যা উত্তর দিয়েছিলেন, তাতে সকলেরই মুখ বন্ধ।
২০ বছর আগে বিয়ে করেছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত এবং অভিনেত্রী নীলাঞ্জনা ভৌমিক। সদ্য প্রয়াত অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের জ্যেষ্ঠ কন্যা নীলাঞ্জনা। ‘হিপ হিপ হুররে’ ধারাবাহিকে অভিনয় করতেন তিনি। তাঁকে বিয়ে করেছেন যিশু। শোনা যায়, মুম্বইয়ে গিয়ে কাজ করার সময়ও দুই অভিনেতার মধ্যে ভালবাসা গড়ে ওঠে। তারপর ২০ বছর আগে বিয়ে করেন তাঁরা। ২০০৪ সালের ৪ মার্চ বিয়ে করেন যিশু-নীলাঞ্জনা।
সুদর্শন, প্রতিভাবান অভিনেতা যিশু। আজ পর্যন্ত তাঁর সম্পর্কে কোনও গুজব শোনা যায়নি। তবুও যিশু সম্পর্কে গুগল সার্চ করলে ভেসে ওঠে এক অদ্ভুত প্রশ্ন। তা হল–‘কবে ডিভোর্স হচ্ছে যিশু সেনগুপ্তর?’ এমন প্রশ্ন যে তাঁর সম্পর্কে মানুষ করে থাকেন, তা শুনেই হতবাক হয়ে গিয়েছিলেন যিশু। উত্তরও দিয়েছেন। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, যিশু সেই প্রশ্নের উত্তরে বলেছিলেন, “আমি কেন ডিভোর্স নিতে যাব? আমি বিবাহিত, যেমনভাবে লোকে বিবাহিত হয় আর কী! এবং প্লিজ না, আমার ডিভোর্স হচ্ছে না।”
তিনি কেমন স্বামী কিংবা বাবা, তা নিয়েও একবার প্রশ্ন করা হয়েছে যিশুকে। তিনি সবসময়ই খুবই বিনম্র জবাব দিয়েছেন। স্বামী এবং বাবা হিসেবে দারুণ নম্বর পাওয়া সত্ত্বেও জানিয়েছিলেন, তিনি একটি পদেও ভাল না। তিনি ভাল স্বামীও না এবং ভাল বাবাও হতে পারেননি। কেন না, তিনি সময় দিতে পারেননি স্ত্রী নীলাঞ্জনা এবং দুই সন্তান সারা এবং জ়ারাকে। তবে সকলেই জানেন যিশু দায়িত্বশীল মানুষ। নীলাঞ্জনার মতোই সন্তানদের দেখভাল করেছেন দারুণভাবে। কন্যাদের আগলে রেখেছেন এবং তাঁদের কোনও ধরনের অভাব পেতে দেননি।
বর্তমানে কেবল টালিগঞ্জে নয়, মুম্বই এবং দক্ষিণ ভারতেও দারুণ পারফর্ম করছেন যিশু। একাধিক ছবিতে অভিনয় করছেন তিনি। যিশুকে অনায়াসেই বলা যেতে পারে প্যান ইন্ডিয়া স্টার। পাশাপাশি স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে প্রযোজনার কাজও শুরু করেছেন যিশু। হর গৌরী পাইস হোটেল, লাভ বিয়ে আজকাল-এর মতো ধারাবাহিক প্রযোজনা করছেন যিশু-নীলাঞ্জনা একসঙ্গে।