দশমীতে কাজলের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন ঋতুপর্ণা, ভাইরাল ভিডিয়ো
ঋতুপর্ণা পরেছিলেন এক তসর রঙের শাড়ি, আর কাজলের পরনে ছিল অফ হোয়াইট শাড়ি। তবে এই মুহূর্ত সেই ভিডিয়ো ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, “কাজল কেন শাঁখা-সিঁদুর ছাড়াই সিঁদুর খেলায় অংশ নিলেন?”

দশমীতে সকলের নজর কাড়লেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ২০২৫ সাল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের জন্যে বেশ ব্যস্ত এক বছর। একের পর এক ছবির শ্যুটিং, বিদেশ সফর, বিভিন্ন অনুষ্ঠান—সব মিলিয়ে থামার ফুরসত নেই তাঁর। সেই ব্যস্ততার মাঝেই দুর্গাপুজোয় পরিবার নিয়ে কলকাতায় উৎসবের কয়েকটি দিন কাটিয়ে ফেললেন তিনি। স্বামী ও ছেলেকে সঙ্গে নিয়ে প্যান্ডেল হপিং, প্রতিমা দর্শন—সবই সেরেছেন মন ভরে।
তবে পুজো শেষ লগ্নে ঋতুপর্ণা উড়ে গেলেন মুম্বইয়ে। আর সেখানেই তিনি মাতলেন সিঁদুর খেলায়। তাঁর সঙ্গে ছিলেন বলিউড অভিনেত্রী কাজল। সোশ্যাল মিডিয়ার এক পেজ থেকে শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে—কাজল ও ঋতুপর্ণা একে অপরকে সিঁদুর পরাচ্ছেন, ক্যামেরার দিকে হাসিমুখে তাকিয়ে পোজও দিলেন তাঁরা।
ঋতুপর্ণা পরেছিলেন এক তসর রঙের শাড়ি, আর কাজলের পরনে ছিল অফ হোয়াইট শাড়ি। তবে এই মুহূর্ত সেই ভিডিয়ো ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, “কাজল কেন শাঁখা-সিঁদুর ছাড়াই সিঁদুর খেলায় অংশ নিলেন?” কেউ কেউ কাজলের অভিব্যক্তি নিয়েও মন্তব্য করেছেন—“মনে হচ্ছে জোর করে হাসছেন কাজল, ইচ্ছেটা যেন ছিল না!”
অন্যদিকে, কাজলের ঘনিষ্ঠ আত্মীয়া রানি মুখোপাধ্যায়কে দেখা যায়নি এই খেলায় অংশ নিতে। পুজোর পর মুম্বই থেকে ফিরেই ঋতুপর্ণা রওনা হবেন আমেরিকার উদ্দেশে, একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। সেখান থেকে ফিরে আবার পরবর্তী কাজে হাত লাগাবেন। সব মিলিয়ে, এবছরের ঋতুপর্ণার পুজো যেমন ছিল রঙিন, তেমনি ছিল ব্যস্ততায় পূর্ণ।
