AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আচমকাই মাকে এই প্রশ্ন, ছেলের কথায় চমকে ওঠেন কাজল

আলিয়া ও বরুণ, যাঁরা সম্প্রতি সন্তানের মুখ দেখেছেন, তাঁদের জীবনের বদল নিয়ে এদিন জমে ওঠে আড্ডা। আর সেই প্রসঙ্গে কথা বলার সময় আলিয়া কাজল ও টুইঙ্কলের কাছে জানতে চান, নতুন বাবা-মায়েদের জন্য তাঁদের কোনও বিশেষ পরামর্শ আছে কি না?

আচমকাই মাকে এই প্রশ্ন, ছেলের কথায় চমকে ওঠেন কাজল
| Edited By: | Updated on: Oct 04, 2025 | 11:07 AM
Share

জনপ্রিয় অভিনেত্রী কাজল ও টুইঙ্কল খান্না সম্প্রতি তাঁদের টক শো ‘Two Much’-এর নতুন পর্বে অতিথি হিসেবে পেয়েছিলেন আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ান-কে। হালকা ছলে নানান মজার প্রশ্নের মাঝে কথা প্রসঙ্গে উঠে এল এক গুরুগম্ভীর বিষয়, আর তা হল—অভিভাবকত্বের অভিজ্ঞতা ও শিক্ষা।

আলিয়া ও বরুণ, যাঁরা সম্প্রতি সন্তানের মুখ দেখেছেন, তাঁদের জীবনের বদল নিয়ে এদিন জমে ওঠে আড্ডা। আর সেই প্রসঙ্গে কথা বলার সময় আলিয়া কাজল ও টুইঙ্কলের কাছে জানতে চান, নতুন বাবা-মায়েদের জন্য তাঁদের কোনও বিশেষ পরামর্শ আছে কি না?

এই প্রশ্নের উত্তরে কাজল বলেন, “শুধু ওদের কথা মন দিয়ে শোনো।” তিনি বোঝান, শিশুদের অনেক সময় অবজ্ঞা করা হয় এই ভেবে যে তারা অনেক কিছু বোঝে না, কিন্তু বাস্তবে তাদের কথার ভিতরেও অনেক গভীরতা থাকে। তিনি বলেন, “আমার ছেলে যুগ, যখন সে মাত্র ৮ বছরের, আমাকে একদিন প্রশ্ন করে— ‘তুমি নিজেকে কতটা ভালবাসো?’ আমি বলেছিলাম ৬০-৭০% মতো। তখন সে বলে, ‘না, তোমাকে নিজেকে ১০০% সময় ভালবাসতেই হবে।’ সেই কথা আজও আমার মনে থেকে গিয়েছে।”

সম্প্রতি যুগ-এর ১৫তম জন্মদিন উপলক্ষে কাজল ইনস্টাগ্রামে লিখেছিলেন, “এই ছোট্ট মানুষটিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তোর হাসিটা সারা পৃথিবীর সেরা… সবসময় একে অপরের পাশে থাকি, আর অদ্ভুত ভাবে, সবকিছুতেই হেসে উঠি!” তবে এই প্রথম নয়, অতীতেও যুগের প্রশ্নে একইভাবে অবাক হয়েছিলেন কাজ। নিজেই একাধিক সাক্ষাৎকারে তিনি সেই কথা শেয়ার করে থাকেন। তাঁর ছেলের বোধ, জ্ঞানের প্রশংসা তিনি অতীতেও করেছেন। যুগ মায়ের বেশ কাছের। কাজলের কথায়, কেবল যুগ নয়, নাইসাও, বাবাকে তাঁরা ভয় পায়। ঘুরতে যাওয়ার প্ল্যানিং হলে, তখন বাবার কাছে যায়, অন্যান্য বিষয় তাঁদের মা-ই ভরসা।