শ্রীময়ীকে ছাড়াই কাঞ্চনের উদ্দাম নাচ, বছর শেষে ভাইরাল অভিনেতার ভিডিয়ো
টলিপাড়ার অন্যতম আলোচিত জুটি হল কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। তাঁদের নিয়ে বিতর্কের শেষ নেই। তাঁদের প্রেম,বিয়ে থেকে মেয়ে হওয়া পর্যন্ত একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে তাঁদের দিকে। যদিও এখন কারও কথাতেই গুরুত্ব দিতে রাজি নন তাঁরা।
টলিপাড়ার অন্যতম আলোচিত জুটি হল কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। তাঁদের নিয়ে বিতর্কের শেষ নেই। তাঁদের প্রেম,বিয়ে থেকে মেয়ে হওয়া পর্যন্ত একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে তাঁদের দিকে। যদিও এখন কারও কথাতেই গুরুত্ব দিতে রাজি নন তাঁরা। দেখতে দেখতে দেড় মাস বয়স হতে চলল। এখন মেয়েকে বাড়িতে রেখে ইন্ডাস্ট্রির অনেক অনুষ্ঠানেই দেখা যাচ্ছে তাঁদের।
সম্প্রতি ‘বহুপরূপী’র সাকসেস পার্টিতে হাতে হাত ধরে দেখা গেল যুগলকে। স্বামী-স্ত্রী একসঙ্গে পার্টিতে এলেও কাঞ্চনকে দেখা গেল অন্য এক একজনের সঙ্গে কোমর দোলাতে। অভিনেতা তথা বিধায়কের সেই উদ্দাম নাম নিমেষে ভাইরাল। বছরের প্রথমে শ্রীময়ীর সঙ্গে বিয়ের পর খাবারের থালা হাতে অভিনেতার নাচ ভাইরাল হয়েছিল । বছর শেষে আবারও ভাইরাল কাঞ্চনের নাচ।
View this post on Instagram
ক্রিসমাসের আগে অভিনেতাকে দেখা গেল পুরোপুরি পার্টি মুডে। ডাকাতিয়া বাঁশির সুরে গানে ফ্লোর মাতালেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন। সঙ্গী ছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। তার পর একে একে ফ্লোরে এলেন কৌশানী মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। নায়ক-পরিচালক শিবপ্রসাদের সঙ্গে কাঞ্চনের সেই নাচই এখন ভাইরাল। কেরিয়ারের শুরুটা নন্দিতা রায়, শিবপ্রসাদের মাধ্য়েমেই (জনতা এক্সপ্রেস) করেছিলেন কাঞ্চন। উল্লেখ্য, বক্স অফিসে প্রায় ১৭ কোটি টাকার ব্যবসা হাঁকিয়েছে বহুরূপী। সেই আনন্দেই পার্টি , একটু নাচ, আনন্দ তো করতেই হবে।