বিয়ের জন্য নিজেকে পুরো বদলে ফেললেন কৌশাম্বী! ‘চোখ ফেরানো যাচ্ছে না’
টিভিনাইন বাংলার প্রথম জানিয়েছিল আদৃত রায়ের সঙ্গে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত কৌশাম্বী বা আদৃত কেউ-ই এই নিয়ে সরাসরি কিছু বলেননি। এমনকি নিজেদের সম্পর্কও প্রকাশ্যে আনেননি ওঁরা। তবে প্রেমের বয়স বেশ কিছু বছরের। টলিপাড়ায় এ এক ওপেন সিক্রেট।
নিজে যতই অস্বীকার করুন না কেন, এই বছরেই আদৃত রায়কে বিয়ে করছেন কৌশাম্বী চক্রবর্তী– টলিপাড়ার সূত্র জানাচ্ছে এমনটাই। এর মধ্যেই নিজের মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটিয়ে ফেললেন অভিনেত্রী। তাঁকে দেখে ভক্তরা রীতিমতো হাঁ। তাঁদের বক্তব্য, “চোখে ফেরানো দায়! এ তো চেনাই যাচ্ছে না।” মাঝে খানিক ওজন বাড়িয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু কঠিন পরিশ্রম আর নিয়মিত জিমের কারণে আবারও তিনি ফিট অ্যান্ড ফাইন। জিম থেকেই নিজের এক ছবি শেয়ার করেছেন। লিখেছেন, “নিজেকে প্রতি দিন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে বেঁচে থাকা অনেক উত্তেজনার।” এসেছে প্রশংসাও। তাঁর এই নয়া লুক পছন্দ হয়েছে ভক্তদের।
প্রসঙ্গত, এর আগে টিভিনাইন বাংলার প্রথম জানিয়েছিল আদৃত রায়ের সঙ্গে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত কৌশাম্বী বা আদৃত কেউ-ই এই নিয়ে সরাসরি কিছু বলেননি। এমনকি নিজেদের সম্পর্কও প্রকাশ্যে আনেননি ওঁরা। তবে প্রেমের বয়স বেশ কিছু বছরের। টলিপাড়ায় এ এক ওপেন সিক্রেট। তাঁদের নিয়ে ট্রোলিংও কম হয় না। ‘মিঠাই’ ধারাবাহিকে সৌমিতৃষা কুন্ডু ও আদৃত রায়ের কেমিস্ট্রি দেখার পর থেকে অনেকেই ভেবে নিয়েছিলেন তাঁরা বুঝি সম্পর্কে রয়েছেন। কিন্তু তার বদলে কৌশাম্বীর এন্ট্রি অনেকেই মেনে নিতে পারেননি।
সেই কারণে সামাজিক মাধ্যমে বহুবার সমালোচনার মুখেও পড়তে হয় তাঁদের। বিশেষত কৌশাম্বীর উপর নেমে আসে নানা আক্রমণ। যদিও সে সময়ে বিচলিত না হয়ে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তাঁদের প্রেম। নিন্দুকেরা যাই বলুক না কেন, কী বা আসে যায় ওঁদের?
View this post on Instagram