২০১৪ সালে বলিউডে প্রথম হাতেখড়ি হয়েছিল কিয়ারা আডবাণীর। এখনও পর্যন্ত ৮৮০ কোটি টাকা আয় করেছে তাঁর ছবি। ফলে ১০০০ কোটি হতে খুব বেশি দেরি নেই। এখনও পর্যন্ত কবীর সিং ছবি সর্বাধিক আয় করেছে বক্স অফিসে।
ছবি দেখার পর কিয়ারা ভেবেছিলেন এই কিয়ারা নামটি তাঁর যদি মেয়ে হয় তিনি রাখবেন। তবে তেমনটা ঘটেনি। তার আগেই সলমনের উপদেশে তাঁকে নাম পরিবর্তন করতে হয়। তখনই তিনি এই নামটি নিজের জন্য পছন্দ করে নিয়েছিলেন।
প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও একবার বিচ্ছেদকে ঘিরে প্রশ্ন ওঠায় এবার আর সম্পর্ক নিয়ে কথা বলতে চান না তিনি। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করেন না।
তবে কিয়ারা নামটি নিজেই পছন্দ করেছিলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা চোপড়ার আনজানা আনজানি ছবিটি খুব পছন্দের ছিল তাঁর। সেই ছবিতে প্রিয়াঙ্কার নাম ছিল কিয়ারা। সেই কারণেই তিনি নিজের নাম বদল করে রেখেছিলেন কিয়ারা আডবাণী।
বলিউডে পা রাখার পর থেকেই বিভিন্ন সম্পর্কে নাম জড়িয়েছে সিদ্ধার্থ মালহোত্রার। তবে কিয়ারা আডবানীর সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা প্রায় তিন বছর ধরেই তুঙ্গে।
মুহূর্তে করণ পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বসেন। যদিও তা নিয়ে খুব চর্চা না হলেও সিদ্ধার্থের উত্তরে যে স্পষ্ট হ্যাঁ বা না ছিল না, তা নজর কাড়ে। তবে কি এখনও সেই পর্যায় পৌঁছায়নি তাঁদের সম্পর্ক!