East Bengal: প্রথম বার টিম গড়ে জোড়া ট্রফি ইস্টবেঙ্গলে, চ্যাম্পিয়ন পুরুষ ও মহিলা দল
East Bengal Kho Kho: প্রথম বার খো খো টিম গড়েছিল ইস্টবেঙ্গল। সিনিয়র রাজ্য চ্যাম্পিয়নশিপে প্রথম বার অংশগ্রহণ। আর যাত্রা শুরু হল জোড়া ট্রফিতে। পুরুষ ও মহিলা ইস্টবেঙ্গলের দুই টিমই চ্যাম্পিয়ন। স্বাভাবিক ভাবেই লাল-হলুদ শিবিরে উচ্ছ্বাসের হাওয়া।
Most Read Stories