AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Women Brain vs Men Brain: পুরুষ নাকি মহিলা সবচেয়ে বুদ্ধিমান কারা? গবেষণায় উঠে এসেছে…

মহিলা না পুরুষ কাদের বুদ্ধি সবচেয়ে বেশি? এ নিয়ে প্রায়শই অনেক তর্ক হয়। বিভিন্ন সংস্কৃতিতে মনে করা হতো, পুরুষরা বেশি বুদ্ধিমান। সত্যিই কি মহিলাদের তুলনায় পুরুষদের বুদ্ধি বেশি? গবেষণা কী বলছে?

| Updated on: May 07, 2025 | 5:42 PM
Share
মহিলা না পুরুষ কাদের বুদ্ধি সবচেয়ে বেশি, এ বিষয়ে তর্কের অন্ত নেই। অতীতে বিভিন্ন সংস্কৃতিতে মনে করা হতো মহিলাদের তুলনায় পুরুষরা বেশি বুদ্ধিমান। কিন্তু আধুনিককালের গবেষণা কী বলছে? (Pic Credit - Pixabay)

মহিলা না পুরুষ কাদের বুদ্ধি সবচেয়ে বেশি, এ বিষয়ে তর্কের অন্ত নেই। অতীতে বিভিন্ন সংস্কৃতিতে মনে করা হতো মহিলাদের তুলনায় পুরুষরা বেশি বুদ্ধিমান। কিন্তু আধুনিককালের গবেষণা কী বলছে? (Pic Credit - Pixabay)

1 / 8
আধুনিককালের বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, নারী ও পুরুষের মধ্যে গড় বুদ্ধিমত্তার বিশেষ কোনও পার্থক্যই নেই।  এটি এখন স্বীকৃত যে গড় আইকিউের দিক থেকে দেখতে হলে মহিলা ও পুরুষদের মধ্যে কোন উল্লেখযোগ্য পার্থক্য নেই। (Pic Credit - Canva)

আধুনিককালের বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, নারী ও পুরুষের মধ্যে গড় বুদ্ধিমত্তার বিশেষ কোনও পার্থক্যই নেই। এটি এখন স্বীকৃত যে গড় আইকিউের দিক থেকে দেখতে হলে মহিলা ও পুরুষদের মধ্যে কোন উল্লেখযোগ্য পার্থক্য নেই। (Pic Credit - Canva)

2 / 8
'ব্রেইন জার্নাল'-এ প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৪২ জন পুরুষ ও ৫৮ জন মহিলার মস্তিষ্ক পরীক্ষা করে এক বিশেষ তথ্য পাওয়া গিয়েছে। সেখানে দেখা গিয়েছে, একজন পুরুষের মস্তিষ্কের ওজন গড়ে ১,৩৭৮ গ্রাম। যেখানে একজন মহিলার মস্তিষ্কের ওজন ১,২৪৮ গ্রাম। এর থেকে এটা প্রমাণিত যে একজন পুরুষের মস্তিষ্কের ওজন একজন নারীর মস্তিস্কের চেয়ে সামান্য বেশি। (Pic Credit - Pixabay)

'ব্রেইন জার্নাল'-এ প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৪২ জন পুরুষ ও ৫৮ জন মহিলার মস্তিষ্ক পরীক্ষা করে এক বিশেষ তথ্য পাওয়া গিয়েছে। সেখানে দেখা গিয়েছে, একজন পুরুষের মস্তিষ্কের ওজন গড়ে ১,৩৭৮ গ্রাম। যেখানে একজন মহিলার মস্তিষ্কের ওজন ১,২৪৮ গ্রাম। এর থেকে এটা প্রমাণিত যে একজন পুরুষের মস্তিষ্কের ওজন একজন নারীর মস্তিস্কের চেয়ে সামান্য বেশি। (Pic Credit - Pixabay)

3 / 8
লিঙ্গভেদে মানুষের বুদ্ধিমত্তা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষক ও পণ্ডিতদের মধ্যে বিতর্ক চলছে। গবেষণায় মস্তিষ্কের ওজনের দিক থেকে নারীদের টেক্কা দিয়েছেন পুরুষরা। কিন্তু বুদ্ধিমত্তার ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। (Pic Credit - Pixabay)

লিঙ্গভেদে মানুষের বুদ্ধিমত্তা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষক ও পণ্ডিতদের মধ্যে বিতর্ক চলছে। গবেষণায় মস্তিষ্কের ওজনের দিক থেকে নারীদের টেক্কা দিয়েছেন পুরুষরা। কিন্তু বুদ্ধিমত্তার ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। (Pic Credit - Pixabay)

4 / 8
মহিলাদের মস্তিষ্কে ধূসর রংয়ের পদার্থ বেশি রয়েছে। অপরদিকে পুরুষদের মস্তিস্তে সাদা পদার্থ বেশি রয়েছে। অবশ্য এর সঙ্গে যদিও বুদ্ধিমত্তার কোনও সম্পর্ক নেই। (Pic Credit - Pixabay)

মহিলাদের মস্তিষ্কে ধূসর রংয়ের পদার্থ বেশি রয়েছে। অপরদিকে পুরুষদের মস্তিস্তে সাদা পদার্থ বেশি রয়েছে। অবশ্য এর সঙ্গে যদিও বুদ্ধিমত্তার কোনও সম্পর্ক নেই। (Pic Credit - Pixabay)

5 / 8
পুরুষদের মস্তিষ্কে অ্যামিগডালা আকারে বড় হয়। এই সাদা পদার্থ প্রচুর তথ্য বিনিময় করতে সাহায্য করে। যাক ফলে কিছু শেখা, মনে রাখা, সিদ্ধান্ত নেওয়া, কিছু মেনে নেওয়ার মতো ক্ষমতা সহজেই তৈরি হয়। (Pic Credit - Pixabay)

পুরুষদের মস্তিষ্কে অ্যামিগডালা আকারে বড় হয়। এই সাদা পদার্থ প্রচুর তথ্য বিনিময় করতে সাহায্য করে। যাক ফলে কিছু শেখা, মনে রাখা, সিদ্ধান্ত নেওয়া, কিছু মেনে নেওয়ার মতো ক্ষমতা সহজেই তৈরি হয়। (Pic Credit - Pixabay)

6 / 8
মহিলাদের মস্তিষ্কে থাকা ধূসর পদার্থ এক প্রকার অপারেশনাল হাব। যা নারীর চিন্তাভাবনা, আবেগ ও যোগাযোগকে উদ্দীপিত করে। যদি মহিলাদের মস্তিষ্কে গ্রে ম্যাটার সঠিক ভাবে কাজ করে, তা হলে সারাজীবন সংবেদনশীল ক্ষমতা ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতার কোনও পতন হয় না।  (Pic Credit - Pixabay)

মহিলাদের মস্তিষ্কে থাকা ধূসর পদার্থ এক প্রকার অপারেশনাল হাব। যা নারীর চিন্তাভাবনা, আবেগ ও যোগাযোগকে উদ্দীপিত করে। যদি মহিলাদের মস্তিষ্কে গ্রে ম্যাটার সঠিক ভাবে কাজ করে, তা হলে সারাজীবন সংবেদনশীল ক্ষমতা ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতার কোনও পতন হয় না। (Pic Credit - Pixabay)

7 / 8
বিভিন্ন গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে, মহিলা ও পুরুষদের মস্তিষ্ক একই ভাবে কাজ করে। তা লিঙ্গভেদে অন্যভাবে কাজ করে না। বরং মস্তিষ্কের ক্ষমতা নির্ভর করে কোনও ব্যক্তি তাঁর মস্তিষ্ক কেমন ভাবে ব্যবহার করছেন তার উপর। (Pic Credit - Canva)

বিভিন্ন গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে, মহিলা ও পুরুষদের মস্তিষ্ক একই ভাবে কাজ করে। তা লিঙ্গভেদে অন্যভাবে কাজ করে না। বরং মস্তিষ্কের ক্ষমতা নির্ভর করে কোনও ব্যক্তি তাঁর মস্তিষ্ক কেমন ভাবে ব্যবহার করছেন তার উপর। (Pic Credit - Canva)

8 / 8