Chinmoy Krishna Das: আগামিকালই ‘জেলমুক্তি’ চিন্ময়কৃষ্ণের? ঘন অন্ধকারেও ‘আশার আলো’ দেখছেন ইস্কন প্রধান
Chinmoy Krishna Das: তবে এত অন্ধকারের মধ্যেও আশার আলো দেখছেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। 'ইউনূসের আদালতে' আগামিকালই জামিন পাবেন চিন্ময়কৃষ্ণ, দাবি করছেন তিনি।
ঢাকা: গ্রেফতারির ৫৫ দিন পর চিন্ময়কৃষ্ণ প্রভুর জামিন মামলায় উচ্চ আদালতে শুনানি। গত নভেম্বরের শেষের দিকে রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। তারপর থেকে পদ্মা নদীর বুক ধরে বয়ে গিয়েছে কত জল। কিন্তু জামিন পাননি হিন্দুনেতা চিন্ময়কৃষ্ণ প্রভু। আগামিকাল উচ্চ আদালতে শুনানি রয়েছে সেই জামিন মামলার। এবার কি ‘ইউনূসের আদালতে’ ছাড়া পাবেন তিনি? সন্দিহান অনেকেই।
তবে এত অন্ধকারের মধ্যেও আশার আলো দেখছেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। ‘ইউনূসের আদালতে’ আগামিকালই জামিন পাবেন চিন্ময়কৃষ্ণ, দাবি করছেন তিনি। তাঁর কথায়, ‘প্রায় দু’মাস জেলে খেটে ফেলেছেন তিনি। সম্পূর্ণ মিথ্যা মামলাতেই হেফাজতে রাখা হয়েছে তাঁকে। কিন্তু আর নয়। আশা করা যায় এবার জামিন পাবেন তিনি।’
এমনকি, চিন্ময়কৃষ্ণ প্রভুর শারীরিক অবস্থা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, ‘ওনার স্বাস্থ্যের অবনতি ঘটেছে বলেই জানি। যখন ওনার সহায়করা জেলে তাঁকে ওষুধ দিতে যায়, তাদেরও গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ।’
উল্লেখ্য, এর আগে নতুন বছরের শুরুতেই চট্টগ্রামে মহানগর দায়রা আদালতে চিন্ময়কৃষ্ণের জামিন মামলার শুনানি ছিল। সেখানেই হিন্দুনেতার আর্জিকে খারিজ করেন বিচারক। যার জেরে নতুন বছর আসলেও বদলায় না চিন্ময়কৃষ্ণের ‘ভাগ্য’। এরপর সেই রায়ে অখুশি হয়ে হিন্দুনেতার আইনজীবীদের একটি দল উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নেয়। আগামিকাল সেই মামলারই শুনানি রয়েছে ঢাকা হাইকোর্টে।