Ghorer Bioscope Awards 2025: ঘরের বায়োস্কোপে সেরা অভিনেত্রী পুরস্কার পেলেন কে?
এবারের ঘরের বায়োস্কোপের বিচারক ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়া। তাঁদের এবং দর্শকদের জনপ্রিয়তার নিরিখে সেরা অভিনেত্রী হিসেবে বেছে নেওয়া হল টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ও রুক্মিণী মৈত্রকে। দর্শকদের জনপ্রিয়তার নিরিখে 'জঙ্গলে মিতিন মাসি' ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কোয়েল মল্লিক।

এই নিয়ে তিন বছরে পা দিল বিনোদুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত পুরস্কার ঘরের বায়োস্কোপ। গত দুবারের মতো এবারও ঘরের বায়োস্কোপের বিচারকরা বেছে নিলেন, টিভি ও ওটিটির সেরাদের। এবারের ঘরের বায়োস্কোপের বিচারক ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়া। তাঁদের এবং দর্শকদের জনপ্রিয়তার নিরিখে সেরা অভিনেত্রী হিসেবে বেছে নেওয়া হল টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ও রুক্মিণী মৈত্রকে। দর্শকদের জনপ্রিয়তার নিরিখে ‘জঙ্গলে মিতিন মাসি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কোয়েল মল্লিক। অন্যদিকে জুরি মেম্বারদের নিরিখে সেরা অভিনেত্রী হলেন রুক্মিণী মৈত্র। টেক্কা ছবিতে দুরন্ত অভিনয়ের জন্য সেরা হলেন রুক্নিণী।
কোয়েল ও রুক্মিণীর লড়াইটা সহজ ছিল না। কেননা, সেরা অভিনেত্রীর তালিকায় ছিলেন টলিউডের অন্যসব বাঘা বাঘা অভিনেত্রীরা। ছিলেন জয়া আহসান (ভূতপরী), অরুণিমা ঘোষ (কীর্তন), রোশনি ভট্টাচার্য (অতি উত্তম)। তবে এই সব অভিনেত্রীদের পিছনে ফেলে ঘরের বায়োস্কোপে সেরা হলেন কোয়েল ও রুক্মিণী।
সুচিত্রা ভট্টাচার্যর ‘মিতিন মাসি’ উপন্য়াস অবলম্বনে পরিচালক অরিন্দম শীল তৈরি করেছিলেন জঙ্গলে মিতিন মাসি। এই ছবিতেই একেবারে অ্যাকশন অবতারে দেখা গিয়েছে মিতিন মাসিকে।
অন্যদিকে ‘টেক্কা’ ছবিতে দাবাং পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল রুক্মিণী মৈত্রকে। এই চরিত্রে রুক্মিণী হয়ে উঠেছিলেন অনবদ্য। তাক লাগিয়ে দিয়েছিলেন অ্যাকশন অবতারে।
