অপেক্ষার অবসান, অবশেষে নিজের মেয়েকে সামনে আনলেন কোয়েল
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। কোয়েল মল্লিকের বাড়ির পুজো নিয়ে দর্শকদের কৌতূহলের পারদ এমনই থাকে তুঙ্গে। এবার কাব্যকে দেখে সেই উত্তেজনা যেন অনুরাগীদের বাড়লও আরও গুণে। মেয়ের এবছর প্রথম পুজো। তাই বেশ আনন্দেই কাটছে তাঁর এই বছরের পুজো।

২০২৪-এর দুর্গাপুজোর ঠিক আগেই মিলেছিল সুখবর। দ্বিতীয়বার মা হতে চলেছেন কোয়েল মল্লিক। আর পুজোর পরই মেলে খুশির খবর। তাঁর কোল আলো করে জন্ম নেয় কাব্য। কোয়েল ও নিসপাল রানের কন্যা সন্তান। তবে থেকেই অনুরাগীরা মুখিয়ে ছিলেন কবে কাব্যর সঙ্গে আলাপ করাবে এই পরিবার। তবে দেখতে দেখতে এক বছর কাটতে চলল, মেয়েকে আড়ালেই রেখেছেন কোয়েল। তবে পুজোয় আর অনুরাগীদের নিরাশ করলেন না। মহাসপ্তামীর দিন সকলের সেই ইচ্ছে পূরণ করলেন কোয়েল মল্লিক। মেয়ে কাব্যর সঙ্গে পরিচয় করালেন তিনি। এদিন হলুদ পোশাকে কবীর অর্থাৎ কোয়েলের ছেলে ও কাব্যকে সামনে আনলেন জুটি। কোয়েল রানের সম্পর্ণ পরিবার।
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। কোয়েল মল্লিকের বাড়ির পুজো নিয়ে দর্শকদের কৌতূহলের পারদ এমনই থাকে তুঙ্গে। এবার কাব্যকে দেখে সেই উত্তেজনা যেন অনুরাগীদের বাড়লও আরও গুণে। মেয়ের এবছর প্রথম পুজো। তাই বেশ আনন্দেই কাটছে তাঁর এই বছরের পুজো। পুজো আগে থেকেই মেয়ের শপিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি।
Tv9 বাংলাকে বলেছিলেন, “আমার মেয়ের অই প্রথম পুজো। ও তো বোঝে না, তবে ওকে নিয়েই এবারের পুজোটা একটু অন্য রকম হতে চলেছে। অনেক শপিং করা হচ্ছে ওর। গতবছর ও আমার ভিতর ছিল, এবার প্রথম পুজো দেখবে।”
View this post on Instagram
এ বছর ১০১ বছরে পা দিল মল্লিক পরিবারের দুর্গাপুজো, আর তাতে ভরপুর উৎসাহে মেতে উঠেছেন কোয়েল। অভিনেত্রী জানান, পুজো এলেই তিনি ও তাঁর বাবা রঞ্জিত মল্লিক যেন ছোটবেলার কুচোকাঁচাদের মতো উচ্ছ্বসিত হয়ে পড়েন। ফুচকা খাওয়া, অঞ্জলি দেওয়া, কেনাকাটা—সব কিছুতেই থাকে এক শিশুসুলভ আনন্দ।
