কবি-গীতিকার-চিত্রনাট্যকারের বার্থডে আজ, জাভেদ আখতারের জন্মদিনে রইল তাঁর জীবনের অজানা তথ্য

ছিয়াত্তরে পা দিলেন জাভেদ আখতার। কবি, গীতিকার, চিত্রনাট্যকার এবং রাজনৈতিক কর্মী। তবে এ বছর নিজের জন্মদিন সেলিব্রেট করছেন না জাভেদ আখতার। প্রথমত কোভিড সময় এবং দ্বিতীয়ত শুটিংয়ের জন্য লন্ডনে রয়েছেন স্ত্রী শাবানা। তাই কোনওরকম বার্থডে সেলিব্রেশনে মন নেই তাঁর। তবে জাভেদ আখতারের জন্মদিন সেলিব্রেট করছে TV9 বাংলা ডিজিটাল। তাঁর জন্মদিনে অজানা সব গল্পের খোঁজ করল।

| Updated on: Jan 17, 2021 | 3:58 PM
মুম্বইয়ে আসার পর থাকার কোনও জায়গা পাননি। আজকের ‘জাভেদ আখতার’ হতে শুধু স্ট্রাগল করে গিয়েছেন তিনি। গাছের তলায় শুয়ে বহু রাত কাটিয়েছেন। তারপর এক সময়ে তাঁর ঠাঁই হয় কমল আম্রোহি স্টুডিওতে।

মুম্বইয়ে আসার পর থাকার কোনও জায়গা পাননি। আজকের ‘জাভেদ আখতার’ হতে শুধু স্ট্রাগল করে গিয়েছেন তিনি। গাছের তলায় শুয়ে বহু রাত কাটিয়েছেন। তারপর এক সময়ে তাঁর ঠাঁই হয় কমল আম্রোহি স্টুডিওতে।

1 / 7
কট্টর মুসলিম পরিবারে তাঁর জন্ম। তবে পরে ঈশ্বরে বিশ্বাস ছিল না তাঁর। যাকে বলে একেবারে নাস্তিক। নিজের ছেলে এবং মেয়ে, ফারহান ও জোয়াও ছিলেন পুরোপুরি নাস্তিক।

কট্টর মুসলিম পরিবারে তাঁর জন্ম। তবে পরে ঈশ্বরে বিশ্বাস ছিল না তাঁর। যাকে বলে একেবারে নাস্তিক। নিজের ছেলে এবং মেয়ে, ফারহান ও জোয়াও ছিলেন পুরোপুরি নাস্তিক।

2 / 7
৫ জাতীয় পুরস্কার। ১৫ ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ১৫টির মধ্যে সেরা গীতিকারের হিসেবে ৮টি এবং সেরা চিত্রনাট্যর জন্য ৭টি পুরস্কার পেয়েছিলেন তিনি।

৫ জাতীয় পুরস্কার। ১৫ ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ১৫টির মধ্যে সেরা গীতিকারের হিসেবে ৮টি এবং সেরা চিত্রনাট্যর জন্য ৭টি পুরস্কার পেয়েছিলেন তিনি।

3 / 7
জাভেদ-সেলিম জুটি ছিল সুপারহিট। একের পর এক ছবিতে উঠে এসেছে এই ডুয়োর নাম। সেলিম ছিলেন অভিনেতা এবং জাভেদ চালাতেন কলম। সে সময়ে অরিজিনাল ডায়ালগ রাইটার মেলা ভার ছিল। ‘অধিকার’, ‘আন্দাজ’ ছবি থেকে জার্নি শুরু করেছিলেন জাভেদ আখতার। পরে জাভেদ-সেলিম পার্টনারশিপে বলিউড পেয়েছে একের পর এক সুপারহিট ছবি। ‘শোলে’ ছিল অন্যতম এক ছবি যা আজও মানুষের মনে সমাদৃত।

জাভেদ-সেলিম জুটি ছিল সুপারহিট। একের পর এক ছবিতে উঠে এসেছে এই ডুয়োর নাম। সেলিম ছিলেন অভিনেতা এবং জাভেদ চালাতেন কলম। সে সময়ে অরিজিনাল ডায়ালগ রাইটার মেলা ভার ছিল। ‘অধিকার’, ‘আন্দাজ’ ছবি থেকে জার্নি শুরু করেছিলেন জাভেদ আখতার। পরে জাভেদ-সেলিম পার্টনারশিপে বলিউড পেয়েছে একের পর এক সুপারহিট ছবি। ‘শোলে’ ছিল অন্যতম এক ছবি যা আজও মানুষের মনে সমাদৃত।

4 / 7
জাভেদ আখতারের আসল নাম ছিল ‘জাদু’। বাবা জান নিসার আখতার দিয়েছিলেন সে-ই নাম। নামটি ঠিক হয় বাবার লেখা এক কবিতা থেকে, ‘লমহা লমহা কিসি জাদু কা ফসানা হোগা’।

জাভেদ আখতারের আসল নাম ছিল ‘জাদু’। বাবা জান নিসার আখতার দিয়েছিলেন সে-ই নাম। নামটি ঠিক হয় বাবার লেখা এক কবিতা থেকে, ‘লমহা লমহা কিসি জাদু কা ফসানা হোগা’।

5 / 7
১৯৭২ সালে বিয়ে করেন জাভেদ আখতার। হানি ইরানি ছিলেন তাঁর প্রথম স্ত্রী। জাভেদ-হানির দুই সন্তান ফারহান-জোয়া। হানি ইরানি নিজে একজন অভিনেত্রী। তাঁর জন্ম তারিখও ১৭ জানুয়ারি। পরে হানি ইরানির সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ১৯৮৫ সালে তিনি শাবানা আজমিকে বিয়ে করেন।

১৯৭২ সালে বিয়ে করেন জাভেদ আখতার। হানি ইরানি ছিলেন তাঁর প্রথম স্ত্রী। জাভেদ-হানির দুই সন্তান ফারহান-জোয়া। হানি ইরানি নিজে একজন অভিনেত্রী। তাঁর জন্ম তারিখও ১৭ জানুয়ারি। পরে হানি ইরানির সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ১৯৮৫ সালে তিনি শাবানা আজমিকে বিয়ে করেন।

6 / 7
তীব্র সমালোচনার মুখে পড়েছেন জাভেদ আখতার। তিনি বলেন লাউডস্পিকারে জোরে আজান বাজানো ‘হারাম’ কারণ মানুষ বিরক্ত বোধ করেন তাতে। তাঁর এই বক্তব্যকে মুসলিম সম্প্রদায়  সমালোচনা করে। জাভেদ টুইট করেছিলেন, ‘ভারতে লাউড স্পিকারে প্রায় ৫০ বছর আজান ছিল ‘হারাম’, তারপরে এটি ‘হালাল’ হল।  ‘হালাল’ এর কোনও শেষ নেই তবে ‘আজান’-এর শেষ হওয়া উচিত কারণ লাউড স্পিকার অন্যের জন্য অস্বস্তি সৃষ্টি করে...”

তীব্র সমালোচনার মুখে পড়েছেন জাভেদ আখতার। তিনি বলেন লাউডস্পিকারে জোরে আজান বাজানো ‘হারাম’ কারণ মানুষ বিরক্ত বোধ করেন তাতে। তাঁর এই বক্তব্যকে মুসলিম সম্প্রদায় সমালোচনা করে। জাভেদ টুইট করেছিলেন, ‘ভারতে লাউড স্পিকারে প্রায় ৫০ বছর আজান ছিল ‘হারাম’, তারপরে এটি ‘হালাল’ হল। ‘হালাল’ এর কোনও শেষ নেই তবে ‘আজান’-এর শেষ হওয়া উচিত কারণ লাউড স্পিকার অন্যের জন্য অস্বস্তি সৃষ্টি করে...”

7 / 7
Follow Us: