কবি-গীতিকার-চিত্রনাট্যকারের বার্থডে আজ, জাভেদ আখতারের জন্মদিনে রইল তাঁর জীবনের অজানা তথ্য
ছিয়াত্তরে পা দিলেন জাভেদ আখতার। কবি, গীতিকার, চিত্রনাট্যকার এবং রাজনৈতিক কর্মী। তবে এ বছর নিজের জন্মদিন সেলিব্রেট করছেন না জাভেদ আখতার। প্রথমত কোভিড সময় এবং দ্বিতীয়ত শুটিংয়ের জন্য লন্ডনে রয়েছেন স্ত্রী শাবানা। তাই কোনওরকম বার্থডে সেলিব্রেশনে মন নেই তাঁর। তবে জাভেদ আখতারের জন্মদিন সেলিব্রেট করছে TV9 বাংলা ডিজিটাল। তাঁর জন্মদিনে অজানা সব গল্পের খোঁজ করল।
Most Read Stories