৩৮ বছর পর শেখর কাপুরের ‘রমকম’-এ অভিনয় করছেন শাবানা আজমি

এতগুলো বছর পর আবার তাঁরা একসঙ্গে কাজ করছেন। শেখর কাপুরের পরের ছবির শুটিং চলছে লন্ডনে।

৩৮ বছর পর শেখর কাপুরের 'রমকম'-এ অভিনয় করছেন শাবানা আজমি
শেখর কাপুর ও শাবানা আজমি।
Follow Us:
| Updated on: Jan 17, 2021 | 4:58 PM

শেখর কাপুর-এর (Shekhar kapur) ডেবিউ ‘মাসুম’ ছবিতে অভিনয় করেছিলেন শাবানা আজমি (Shabana Azmi)। তারপর কেটে গেছে ৩৮ বছর। ব্যক্তিগত এবং পেশাগত র‍্যাপোর্ট থাকা সত্বেও কাপুরের পরের কোনও ছবিতে দেখা যায়নি শাবানা আজমিকে।

আরও পড়ুন কবি-গীতিকার-চিত্রনাট্যকারের বার্থডে আজ, জাভেদ আখতারের জন্মদিনে রইল তাঁর জীবনের অজানা তথ্য

তবে এতগুলো বছর পর আবার তাঁরা একসঙ্গে কাজ করছেন। শেখর কাপুরের পরের ছবির শুটিং চলছে লন্ডনে। রম-কম ছবির নাম ‘হোয়াটস লাভ গট টু ডু উইদ ইট’। রোমান্টিক ছবির মুখ্য চরিত্রে  অভিনয় করছেন শাজাদ লতিফ। তাঁরে মায়ের চরিত্রে রয়েছেন শাবানা আজমি। ব্রিটিশ অভিনেত্রী লিলি জেমস ছবির মুখ্য নারী চরিত্রে অভিনয় করছেন। আর লিলির মা হয়েছেন এম্মা থম্পসন।

লন্ডনে শুটিংয়ে এম্মা এবং শাবানা শুটিং ফ্লোরে দারুণ সময় কাটাচ্ছেন একসঙ্গে। দু’জন দু’জনকে ছাড়া এক পাও নড়চড় করছে না বলে খবর। “শাবানা এমনিতেই ভীষণ আগ্রহী একজন মানুষ, আর এম্মার রয়েছে হাজার প্রশ্ন, তাও আবার সেগুলো শুধু ভারতীয় সিনেমা ঘিরে।” জানান এক সূত্র।

কোনও নির্দিষ্ট অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কাজ করতে পছন্দ করেন না পরিচালক শেখর কাপুর। তবে শাবানার ক্ষেত্রে শেখরের এ নীতি খাটল না।

আজ ছিল শাবানা হাজমির স্বামী জাভেদ আখতারের জন্মদিন। স্ত্রী লন্ডনে শুটিং করছেন এবং এই ‘কোভিড’ পরিস্থিতির কথা মাথায় রেখে কোনও ধরণের সেলিব্রেশন থেকে নিজেকে দূরে রেখেছেন জাভেদ আখতার।