Madan Mitra: মদন মিত্রকে ঘিরে মহিলামহল, সুইমিং পুলে হটপোজ়, টলিউডে পা রাখলেন নেতা

Viral Video: এই আসরের মধ্যমণি হয়ে বসে রয়েছেন মদন মিত্র। ছবিতে তিনি এক চাল কলের মালিক। তাঁর সঙ্গে বেশ বিবাদ অন্য এক মালিকের। দুইয়ের বচসাকে কেন্দ্র করে এগোতে থাকে ছবির গল্প।

Madan Mitra: মদন মিত্রকে ঘিরে মহিলামহল, সুইমিং পুলে হটপোজ়, টলিউডে পা রাখলেন নেতা
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2023 | 1:17 PM

মদন মিত্র, বরাবরই তাঁকে ঘিরে সব ক্ষেত্রেই উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। না, সেই কৌতুহল বা উত্তেজনা যত না বেশি রাজনীতির ময়দানকে কেন্দ্র করে, তার থেকে বেশি বিনোদনমূলক। মদন মিত্রের ছোট বড় প্রতিটা পোস্টই নেটিজেনদের চোখ এড়ায় না। কখনও রাজ্য রাজনীতি নিয়ে মন্তব্য করা, কখনও আবার দারুন আমেজের সঙ্গে বিনোদন জগতে ঝড় তোলা। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী মদন সত্যিই রঙিন মানুষ। তাঁর সংলাপ ওহ লাভলি এখন দর্শকদের মুখে মুখে ভাইরাল। কখনও গাইছেন গান, কখনও আবার সেলিব্রিটিদের সঙ্গে পোস্ট দিয়ে তুলছেন ছবি, খেলছেন দোল। সবমিলিয়ে তাঁকে এক কথায় বিনোদন জগতের এক অন্যতম চরিত্র হিসেবে উল্লেখ করা যেতেই পারে।

গান হয়েছে, অ্যালবাম হয়েছে, বিনোদন জগতের সঙ্গে নিত্য সংযোগও তৈরি হয়েছে। বাকি ছিল অভিনয়। এবার হরনাথ চক্রবর্তী হাত ধরে সেই ইচ্ছেও পূরণ করে ফেললেন মদন মিত্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হল সেই ছবির গানের একটি অংশ। নিজেই একটি ভিডিয়ো শেয়ার করে লিখলেন, এতো সবে ট্রেলার, ছবি এখনও বাকি আছে। মদন মিত্র একের পর এক পোষ্ট দিয়ে ইতিমধ্যেই এই ছবির বিষয়ে নজর কেড়েছেন ভক্তদের। তাঁকে ঘিরে রয়েছে একদল সুন্দরী মহিলা। সামনেই সুইমিং পুল, যেখানে আনন্দে মেতে রয়েছে খুদে থেকে তরুণীরা।

আর এই আসরের মধ্যমণি হয়ে বসে রয়েছেন মদন মিত্র। ছবিতে তিনি এক চাল কলের মালিক। তাঁর সঙ্গে বেশ বিবাদ অন্য এক মালিকের। দুইয়ের বচসাকে কেন্দ্র করে এগোতে থাকে ছবির গল্প। এই দুই মালিক নিজেদের শত্রুতার জেরেই নিজেদের সন্তানদের বিয়ে দিতে চান। গল্পের মোর ঘুরে যায় সেখান থেকেই। বর্তমানে এই ছবির কাজ নিয়েই বেজায় ব্যস্ত ছিলেন তিনি। ছবিতে এছাড়াও রয়েছেন খরাজ মুখোপাধ্যায় রয়েছেন লাবনী সেন। এখন দেখার মদন মৃত্যুর গানের পর তাঁর ছবি দর্শক মনে কতটা জায়গা করে নিতে পারে। তারই পোষ্ট দেখে ভক্তরা তাঁর সংলাপে ধার করে লিখলেন ও লাভলী।