Chanchal Chowdhury: নিজেকেই চিনতে পারছেন না,চঞ্চল চৌধুরীর পোস্ট ঘিরে উত্তেজনা তুঙ্গে

Viral Post: ছবির নাম পদাতিক। মৃণাল সেনের লুকে ঠিক কতটা মানিয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে তা দেখার অপেক্ষাতেও ছিলেন অনেকে। সেই লুকও সকলের সামনে এনেছিলেন অভিনেতা।

Chanchal Chowdhury: নিজেকেই চিনতে পারছেন না,চঞ্চল চৌধুরীর পোস্ট ঘিরে উত্তেজনা তুঙ্গে
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2023 | 11:54 AM
২০২২ সালের শেষেই মিলেছিল খবর। একের পর এক ছবির খবরের মাঝে শিরোনামে জায়গা করেৈ নিয়েছিল পরিচালক মৃণাল সেনের বায়োপিক। যা রাতারাতি ভক্তমনে জায়গা করে নিয়েছিল। সকলের মধ্যেই কৌতুহলের পারদ ছিল তুঙ্গে। কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা মৃণাল সেন। পাশাপাশি তাঁর বিপরীতে অভিনয়ে থাকছেন মনামী ঘোষ। তাঁদের নিয়েই শুরু হয়েছিল ছবির কাজ ২০২৩-এর শুরুতে। বর্তমানে ছবির কাজ শেষ। চলছে পোস্ট প্রডাকশনের কাজ। ছবির নাম পদাতিক। মৃণাল সেনের লুকে ঠিক কতটা মানিয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে তা দেখার অপেক্ষাতেও ছিলেন অনেকে। সেই লুকও সকলের সামনে এনেছিলেন অভিনেতা। তবে এবার নিজের এমন এক ফ্রেম শেয়ার করলেন তিনি, যা দেখে নিজেই অবাক হয়ে গেলেন। বারে বারে মেকআপ আর্টিস্ট ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন তিনি। নিজেকে দেখে তিনি নিজেই গর্বিত। কঠিন সময় ছবির কাজ করেছেন…। সোশ্যাল মিডিয়ায় খোলসা করলেন সবটাই।
সোশ্যাল মিডিয়ায় নিজের এই চরিত্র নিয়ে তিনি লিখলেন, ছবি দেখে প্রথমে আমি নিজেও অবাক হয়ে যাই…..এটা কি মৃনাল সেন নাকি আমি!!! সত্যটা বুঝতে একটু সময় লেগেছে, সেই সঙ্গে অনেক খানি ভালও লেগেছে। মেক আপ আর্টিস্ট সোমনাথ কুন্ডুর কি অসাধারন কাজ। মৃনাল সেনের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিখ্যাত পত্রিকা “ভ্যারাইটি” মৃনাল সেনের চরিত্রে অভিনীত আমার এই ছবিটি দিয়ে, আমার এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও প্রযোজক ফেরদৌসুল হাসান এর একটা ইন্টারভিউ ছেপেছে। বাবা’র সদ্য মৃত্যুর শোক বুকে নিয়ে শেষ করেছি মৃনাল সেনের জীবনীভিত্তিক সিনেমা “পদাতিক” এর কাজ। এবছরেই ছবিটি মুক্তি পাবে সিনেমা হলে। প্রযোজকের ইচ্ছা একই সঙ্গে দুই বাংলাতেই তিনি “পদাতিক” মুক্তি দিতে চান। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃনাল সেনের জন্মশত বার্ষিকীতে শ্রদ্ধা জানানোর জন্যই পরিচালক সৃজিত মুখার্জী “পদাতিক” সিনেমাটি নির্মাণ করছেন।
ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা সৃজিতদার প্রতি, এরকম একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে আমাকে নির্বাচন করার জন্য॥