Ghorer Bioscope Awards 2025: ওয়েব সিরিজে সেরা নারী চরিত্রের পুরস্কার পেলেন মিমি চক্রবর্তী
ঘরের বায়োস্কোপে ওয়েব সিরিজের সেরা নারী চরিত্র হিসেবে পুরস্কার পেলেন টলিউডের অন্যতম অভিনেত্রী মিমি চক্রবর্তী। ঘরের বায়োস্কোপের বিচারক মণ্ডলী অর্থাৎ কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়ারা পাঁচ জন অভিনেত্রীর থেকে সেরা হিসেবে বেছে নিলেন মিমিকে।

হইচই ওটিটি প্ল্যাটফর্মের ডাইনি সিরিজের টিজার মুক্তি পাওয়ার পরেই আন্দাজ পাওয়া গিয়েছিল, এই সিরিজে অভিনেত্রী মিমি চক্রবর্তী বড়সড় চমক দিতে চলেছেন। যেমনটি ভাবনা তেমনটাই হল ডাইনি সিরিজে দুর্দান্ত অভিনয় করলেন মিমি। তাই এবারের ঘরের বায়োস্কোপে ওয়েব সিরিজের সেরা নারী চরিত্র হিসেবে পুরস্কার পেলেন টলিউডের অন্যতম অভিনেত্রী মিমি চক্রবর্তী। ঘরের বায়োস্কোপের বিচারক মণ্ডলী অর্থাৎ কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়ারা পাঁচ জন অভিনেত্রীর থেকে সেরা হিসেবে বেছে নিলেন মিমিকে।
ঘরের বায়োস্কোপে ওয়েব সিরিজে সেরা অভিনেত্রীর লড়াইয়ে মিমি পিছনে ফেললেন, সৌমিতৃষা কুণ্ডু (কালরাত্রি), বসন্ত এসে গেছে (স্বস্তিকা দত্ত), সৌরসেনী মৈত্র (উনিশে এপ্রিল), তৃণা সাহা (মিল্কশেক মাডার্স)।
উত্তরবঙ্গের প্রেক্ষাপটে দুই বোনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘ডাইনি’র গল্প। বড়বোনের নাম পাতা এবং ছোট বোনের নাম লতা। মিমি চক্রবর্তীকে দেখা গিয়েছে পাতার চরিত্রে। পরিচালক নির্ঝর মিত্র। দুই বোনের সম্পর্কের জটিলতার গল্প দেখা যাবে এই সিরিজে। বাস্তবজীবনের বেশ কিছু ঘটনার সঙ্গে কাল্পনিক কথাকাহিনি মিশিয়ে চিত্রনাট্য সাজানো হয়েছিল এই সিরিজের। খুব শীঘ্রই টিভি নাইন বাংলার পর্দাতেও দেখানো হবে ঘরের বায়োস্কোপ। নজর থাকুক TV9 বাংলায়।
