ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড-এ এবার ধারাবাহিকের সেরা নায়িকার পুরস্কার পেলেন কে?
কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।

অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল তৃতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫’। সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের এবার বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট কলকাতার এক বিলাসবহুল হোটেলে। কড়া টক্করে সামিল বিভিন্ন সিরিয়াল থেকে ওটিটি সিরিজ। দর্শকদের নজরে সেরা কে? সিনেবিশেষজ্ঞরাই বা এগিয়ে রাখছেন কাদের? রুদ্ধশ্বাস প্রতিযোগিতার ইতি। এবার ফলাফল ঘোষণার পালা। খুব শীঘ্রই টিভি নাইন বাংলার পর্দাতেও দেখানো হবে ঘরের বায়োস্কোপ। নজর থাকুক TV9 বাংলায়।
ইতিমধ্যেই একাধিক ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। এবার পালা ধারাবাহিকের সেরা অভিনেত্রীর। ২০২৪-২৫-এ সেরার সেরা অভিনেত্রীর শিরোপা জিতে নিলেন কে? কড়া টক্করে সামিল ছিলেন–
১. উষসী রায়
২. অপরাজিতা ঘোষ
৩. তৃণা সাহা
৪. ইশাণী চট্টোপাধ্যায়
৫. দিতিপ্রিয়া রায়
প্রত্যেকেই নিজ নিজ জায়গায় দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন। যা প্রতি সপ্তাহের TRP লিস্টে স্পষ্ট। তবে এবার TV9 বাংলায় দর্শকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন জি বাংলার ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের অভিনেত্রী তৃণা সাহা।
অপরদিকে বিচারকদের বিচারে এবার সেরার সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকের অভিনেত্রী ‘অপরাজিতা ঘোষ’। এবার বিচারকের তালিকায় ছিলেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়া।
কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে। খুব শীঘ্রই টিভি নাইন বাংলার পর্দাতেও দেখানো হবে ঘরের বায়োস্কোপ। নজর থাকুক TV9 বাংলায়।
