AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghorer Bioscope Awards 2025: সেরা কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার পেলেন ‘Laughtersane’ নিরঞ্জন

কনটেন্স ক্রিয়েটর বা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের হাত ধরে এখন নেটদুনিয়া পেয়েছে নতুন রূপ। কেউ শেখাচ্ছেন রান্না, কেউ নেটিজেনদের ঘোরাচ্ছে দেশ-বিদেশে। কেউ কেউ আবার নিজেদের দৈনিক কাজকর্মই তুলে ধরছেন সোশাল মিডিয়ায়। তার মাঝে একেবারেই অন্যরকম স্বাদের ভিডিয়োতে মন কাড়েন লাফটারসেন।

Ghorer Bioscope Awards 2025: সেরা কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার পেলেন 'Laughtersane' নিরঞ্জন
| Edited By: | Updated on: Dec 14, 2025 | 6:58 PM
Share

সোশাল মিডিয়ার হাত ধরে জনপ্রিয়তা কুড়িয়েছেন। নেটদুনিয়া তাঁকে চেনেন লাফটারসেন নামে। তবে আসল নাম নিরঞ্জন মণ্ডল। কখনও আরশোলা, টিকটিকি, কখনও শাশুড়ি, বৌমা। মজার ছলে বলে যান এমন সব কথা, যা কিনা আদপে সামাজিক বার্তা।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে থাকা নানা চটুল ভিডিয়োর মাঝে ক্রিয়েটিভ, অরিজিনাল ভিডিয়ো দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা কেড়ে নিয়েছেন নিরঞ্জন। সেই লাফটারসেনকে সেরা কনটেন্ট ক্রিয়েটার হিসেবে এবার বেছে নিল টিভি নাইন বাংলার ঘরের বায়োস্কোপ।

কনটেন্স ক্রিয়েটর বা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের হাত ধরে এখন নেটদুনিয়া পেয়েছে নতুন রূপ। কেউ শেখাচ্ছেন রান্না, কেউ নেটিজেনদের ঘোরাচ্ছে দেশ-বিদেশে। কেউ কেউ আবার নিজেদের দৈনিক কাজকর্মই তুলে ধরছেন সোশাল মিডিয়ায়। তার মাঝে একেবারেই অন্যরকম স্বাদের ভিডিয়োতে মন কাড়েন লাফটারসেন। দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো, বর্ষা থেকে শীত। লাফটারসেন গর্জে উঠেছিলেন নারী নির্যাতনের বিরুদ্ধে। সেই লাফটারসেন নিরঞ্জনকেই সেরা স্বীকৃতি দিল টিভি নাইন বাংলার ঘরের বায়োস্কোপ।

এবার ঘরের বায়োস্কোপের বিচারক ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়া। তাঁদের এবং দর্শকদের জনপ্রিয়তার নিরিখেই সেরা কনটেন্ট ক্রিয়েটর হলেন নিরঞ্জন মণ্ডল।