Ghorer Bioscope Award: ওটিটি-তে মুক্তিপ্রাপ্ত ছবির সেরা পরিচালকের পুরস্কার পেলেন পরমব্রত চট্টোপাধ্যায়
রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।

বড়পর্দায় ছবি মানেই দর্শক মনে এক বাড়তি উত্তেজনা। তবে সব ছবি যে সবক্ষেত্রে সিনেমাহলে গিয়ে দেখা হয়ে ওঠে, এমনটা নয়। একটা দীর্ঘ সময় পর্যন্ত সেই ছবি দর্শকদের অদেখাই থেকে যেত এতদিন। কবে ছোটপর্দায় সেই ছবি দেখানো হবে, চলত সেই অপেক্ষা। তবে গত কয়েকবছর ধরে সেই সমীকরণ পাল্টে গিয়েছে। সৌজন্যে ওটিটি। ওটিটি মাধ্যমে এখন এক নির্দিষ্ট সময় পর মুক্তি পেয়ে যায় বড় পর্দার ছবি। এবার সেই বিভাগকে সম্মান জানাতে TV9 বাংলা ঘরের বায়োস্কোপ নিয়ে এল ওটিটি-তে মুক্তিপ্রাপ্ত ছবির সেরা পরিচালকের পুরস্কার।
রুদ্ধশ্বাস সেই প্রতিযোগিতার ইতি। এবার ফলাফল ঘোষণার পালা। কারা পাচ্ছেন ২০২৪-২৫-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু’মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ।
প্রতিযোগিতায় সামিল ছিলেন পাঁচ–
সৌকর্য ঘোষাল (ভূতপরী)
পরমব্রত চট্টোপাধ্যায় (এই রাত তোমার আমার)
অভিমন্যু মুখোপাধ্যায় (কীর্তন)
অরিন্দম শীল (জঙ্গলে মিতিন মাসি)
সৃজিত মুখোপাধ্যায় (অতি উত্তম)
এবার ঘোষণা হল ফলাফল। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫-এ ওটিটি-তে মুক্তি প্রাপ্ত ছবির সেরা পরিচালকের সম্মান জিতে নিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির নাম ‘এই রাত তোমার আমার’।
রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।
