Ghorer Bioscope Award 2025: ওটিটি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিলেন সৃজিত মুখোপাধ্যায়
রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।

গত কয়েকবছরে ওটিটির জনপ্রিয়তা রমরমিয়ে বেড়েছে। মূল ধারার ছবির পাশাপাশি ওটিটির কাজ নিয়ে বেজায় চর্চা এখন তুঙ্গে। ক্রমে উন্নত হচ্ছে চিত্রনাট্যের মান, বাড়ছে প্রতিযোগিতা। প্রতিটা অভিনেতাই নিজের সেরাটা দিয়ে দর্শকদের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন বহু অভিনেতা। TV9 বাংলা তাই তিন বছর ধরে ওটিটি শিল্পীদেরও বিশেষ সম্মান দিয়ে আসছে। বিভিন্ন ধারার চিত্রনাট্যে যেভাবে ওটিটি-কে দিন দিন বিনোদন জগতের এক অন্যতম স্তম্ভ করে তুলছে, তা কারও অজানা নয়। প্রতি বছর একগুচ্ছ ভাল সিরিজ মুক্তি পায় ওটিটিতে। এবার TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫-এ ওটিটি সিরিজে সেরা পরিচালকের লড়াইয়ে এগিয়ে গেলেন কে?
রুদ্ধশ্বাস সেই প্রতিযোগিতার ইতি। এবার ফলাফল ঘোষণার পালা। কারা পাচ্ছেন ২০২৪-২৫-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু’মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ।
নির্ঝর মিত্র (ডাইনি) সৃজিত মুখোপাধ্যায় (ফেলুদার গোয়েন্দাগিরি) জয়দীপ মুখোপাধ্যায় (পুরো পুরী একেন) অভিমন্যু মুখোপাধ্যায় (বসন্ত এসে গেছে) অরিন্দম শীল (উনিশে এপ্রিল)
রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।
