Ghorer Bioscope Award 2025: এবার সেরা ননফিকশন শো-এর পুরস্কার জিতে নিল কোন শো?
রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।

তৃতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫’। এবারও রাজকীয়ভাবে সেলিব্রেট করা হচ্ছে বাংলার টেলিদুনিয়ার নক্ষত্রদের অবদান। তাঁদের বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট বসল কলকাতার এক অডিটোরিয়ামে। ছোট পর্দায় রিয়্যালিটি শো অর্থাৎ নন ফিকশন শো মানেই জমজমাট। বরাবরই নন ফিকশন শোয়ের প্রতি দর্শকদের এক ভিন্ন আকর্ষণ থাকে। সেই তালিকায় সামিল অনেকে।
রুদ্ধশ্বাস প্রতিযোগিতার ইতি। এবার ফলাফল ঘোষণার পালা। কারা পাচ্ছেন ২০২৪-২৫-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু’মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ।
তালিকায় কারা?
১. স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৫
২. লাক টাকার লক্ষ্মীলাভ
৩. দিদি নম্বর ওয়ান
৪. রান্নাঘর
৫. সারেগামাপা
TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫’-এ এবার সেরা নন ফিকশন শো-এর পুরস্কার জিতে নিল এক নয়, দুই শো। বিজেতা হল– সান বাংলা চ্যানেলের ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’ ও জি বাংলার ‘সা রে গা মা পা’।
রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।
