PM Narendra Modi: ‘মাটির সঙ্গে মিশে যাওয়াটাই ওর দক্ষতা’, দলের সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি নিতিনের প্রশংসায় মোদী
PM Narendra Modi: নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মোদী লেখেন, "নিতিন নবীন একজন পরিশ্রমী কার্যকর্তা হিসেবে নিজেকে তুলে ধরেছেন। তিনি একজন তরুণ ও পরিশ্রমী নেতা।" নিতিনের মধ্যে সাংগঠনিক দক্ষতাও অত্যন্ত দৃঢ়, সেকথাও বলেছেন প্রধানমন্ত্রী। বিহারে একাধিক মেয়াদে বিধায়ক ও মন্ত্রী হিসেবে তাঁর কাজের রেকর্ড অত্যন্ত প্রশংসনীয়।

নয়া দিল্লি: বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতির নাম ঘোষণা করল বিজেপির সংসদীয় বোর্ড। পদ্ম শিবিরের সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হলেন নিতিন নবীন। নিতিন নীতীশ কুমারের মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং বিবৃতি দিয়ে জাতীয় কার্যনির্বাহী সভাপতি হিসাবে নিযুক্তের বিষয়টি জানান। এরপর সামাজিক মাধ্যমে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Shri Nitin Nabin Ji has distinguished himself as a hardworking Karyakarta. He is a young and industrious leader with rich organisational experience and has an impressive record as MLA as well as Minister in Bihar for multiple terms. He has diligently worked to fulfil people’s…
— Narendra Modi (@narendramodi) December 14, 2025
নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মোদী লেখেন, “নিতিন নবীন একজন পরিশ্রমী কার্যকর্তা হিসেবে নিজেকে তুলে ধরেছেন। তিনি একজন তরুণ ও পরিশ্রমী নেতা।” নিতিনের মধ্যে সাংগঠনিক দক্ষতাও অত্যন্ত দৃঢ়, সেকথাও বলেছেন প্রধানমন্ত্রী। বিহারে একাধিক মেয়াদে বিধায়ক ও মন্ত্রী হিসেবে তাঁর কাজের রেকর্ড অত্যন্ত প্রশংসনীয়। প্রধানমন্ত্রীর কথায়, আসলে নিতিনের বিনয়ী স্বভাব ও মানুষের সঙ্গে মেশার যে ক্ষমতা, অর্থাৎ জনসংযোগের যে ক্ষমতা, সেটাই তাঁকে একজন দক্ষ নেতা হিসাবে পরিচিত করেছে।” তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর উদ্যম ও নিষ্ঠা আগামী দিনে আমাদের দলকে আরও শক্তিশালী করবে। বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে আন্তরিক অভিনন্দন।”
বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে জগৎপ্রকাশ নাড্ডার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। কিন্তু প্রায় ২ বছর হয়ে গেল দলের নতুন সভাপতি নির্বাচন করতে পারেনি কেন্দ্রে শাসক দল। বিহারের নির্বাচনের পর থেকেই জল্পনা তুঙ্গে উঠতে শুরু করেছিল। বাঁকিপুর আসনে প্রার্থী হন নিতিন। আরজেডির রেখা কুমারীকে ৫১ হাজারের বেশি ভোটে হারান তিনি। তিনিই এগিয়ে ছিলেন সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হওয়ার দৌড়ে।
