Jeetu-Nabanita: মাথাভর্তি সিঁদুর, গালে হাসি, ফুলশয্যার ছবি শেয়ার করে নবনীতা বললেন…
Jeetu-Nabanita: নবনীতা দাসকে নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে। জিতু কামালের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গ তো বটেই, একই সঙ্গে তাঁকে নিয়ে রটেছে নানা গুঞ্জন।
নবনীতা দাসকে নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে। জিতু কামালের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গ তো বটেই, একই সঙ্গে তাঁকে নিয়ে রটেছে নানা গুঞ্জন। রটেছে স্নেহাল অধিকারী নামক এক ব্যক্তির সঙ্গে নাকি পরকীয়ায় জড়িয়েছেন এই নায়িকা। এরই মধ্যেই ফুলশয্যার ছবি শেয়ার নবনীতার। মাথা ভর্তি সিঁদুর, মুখে হাসি, সঙ্গে ভারী গয়না… আর খাট সাজানো গোলাপের পাপড়ি আর রজনীগন্ধায়। ছবি শেয়ার করে নবনীতা লিখেছেন, “জীবন নিখুঁত নয়, কিন্তু আমার শাড়ি প্লিট সুন্দর”। এই মুহূর্তে ‘বিয়ের ফুল’ নামক এক ধারাবাহিকে অভিনয় করছেন নবনীতা। ওই ধারাবাহিকেই এখন চলছে বিয়ের ট্র্যাক। রাজা গোস্বামীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন তিনি… অনস্ক্রিন। যে ছবিগুলি শেয়ার করেছেন নবনীতা, সেগুলি ওই ধারাবাহিকেরই।
নবনীতা ও জিতুর বিচ্ছেদের পর তাঁদের সম্পর্ক নিয়ে কম কথা হয়নি। সামনে এসেছেন নবনীতা বিশেষ বন্ধুর কথাও। তিনি আর কেউ নন, স্নেহাল অধিকারী। জানা যায়, ২৯ জুন বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করার ঠিক দুই দিন পর স্নেহাল দত্ত নামে ওই বন্ধুর সঙ্গে তারকেশ্বরের কাছে দামী গাড়ির মধ্যে ঘনিষ্ঠ অবস্থায় ‘ধরা পড়েন’ নবনীতা। জল গড়িয়েছিল থানা পর্যন্তও। পুলিশের সঙ্গে অসহযোগিতার কারণে স্নেহালের বিরুদ্ধে ২৯০ ধারায় মামলাও দায়ের হয়েছিল বলে জানা যায়। সম্প্রতি নেটমাধ্যমে স্নেহাল ও নবনীতার ছবি দেখে অনেকেই ধারণা করেন তাঁরা একসঙ্গে গোয়ায় ঘুরতে গিয়েছেন। যদিও জিতু নবনীতা দাবি করেছিলেন যা রটেছে তা মিথ্যে। জানিয়েছিলেন শুট নিয়ে তিনি ব্যস্ত, কোথাও যাওয়ার ফুরসৎই নেই। অন্যদিকে জিতু জানিয়েছিলেন, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুলতে চান না তিনি। স্ত্রী ও তাঁর পরকীয়ার গুঞ্জন নিয়ে একটিও বাক্য ব্যয় করেননি তিনি।
View this post on Instagram