ওরা বলল তোমায় ছেড়ে যাওয়ার থেকে কোভিড হওয়া ভাল: নিতু কাপুর
সেই সময়টা কীভাবে কেটেছিল তাঁর? আশেপাশের মানুষদের প্রতিক্রিয়াই বা কী ছিল? মুখ খুললেন নিতু।
ডিসেম্বরের গোড়াতেই করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী নিতু কাপুর। যদিও মাত্র দশ দিনের মধ্যেই কোভিড নেগেটিভ হয়ে কাজে ফিরেছিলেন তিনি। সেই সময়টা কীভাবে কেটেছিল তাঁর? আশেপাশের মানুষদের প্রতিক্রিয়াই বা কী ছিল? মুখ খুললেন নিতু।
‘যুগ যুগ জিও’ ছবির শুটের জন্য গত বছরের শেষে মাসে চণ্ডীগড় উড়ে গিয়েছিলেন নিতু। ছবিতে তাঁর কো-স্টারের ভূমিকায় ছিলেন বরুণ ধওয়ন, কিয়ারা আডবাণী এবং অনিল কাপুরও। অনিল এবং কিয়ারার করোনা রিপোর্ট নেগেটিভ এলেও নিতুর পাশপাশি বরুণেরও করোনা রিপোর্ট পজেটিভ আসে। নিতুর কথায়, “সেটে বেশিরভাগের বয়সই আমার চেয়ে কম ছিল। আমার খুব খারাপ লাগছিল। সবাই বলেছিল চন্ডীগড়েই কোয়রান্টিনে থাকতে। কিন্তু করণের সাহায্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে ফিরে আসি আমি।”
View this post on Instagram
এসেই নিজেকে গৃহবন্দী করে ফেলেন তিনি। ঘরের বাইরে থেকেই খাবার দিতেন তাঁর পরিচারকেরা। নিতু জানান তিনি নিচের ফ্লোরে থাকতেন। আর ওরা উপরের ফ্লোরে। নিতুর কথায়, “ওরা (তাঁর পরিচারকেরা) এক কথায় আউট স্ট্যান্ডিং। আমায় ওরা বলল, দরকারে কোভিড হবে, কিন্তু এই সময় কিছুতেই ছেড়ে যাব না। ওরা যদিও ওদের মাস্ক খুলত না কখনই। সকালবেলা ঘরের দরজা-জানলা খুলে দিতাম। যাতে মুক্ত বাতাস আসে। মোট চার পাঁচ জন ছিল ওরা। কিন্তু ভাগ্যক্রমে কেউ-ই করোনায় আক্রান্ত হননি।”
দশ দিনের মধ্যেই করোনা রিপোর্ট নেগেটিভ চলে আসে নিতুর। তিনি আবার শুটে যোগ দেন। দিন দুয়েক আগে করোনায় আক্রান্ত হয়েছেন নিতু-পুত্র রণবীর কাপুরও। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। আগের থেকে অনেকটাই ভাল আছেন রণবীর– জানিয়েছেন মা নিতু।