‘বাফটা’-তে মনোনয়নের খবর প্রিয়াঙ্কাই হোয়্যাটসয়্যাপে জানিয়েছিল, কিন্তু প্রথমে খেয়াল করিনি: আদর্শ গৌরব
জিম করছিলেন আদর্শ গৌরব। প্রিয়াঙ্কা চোপড়ার মেসেজ প্রথমে খেয়াল করেননি। 'বাফটা' মনোনয়নের খবর কী করে পেলেন আদর্শ গৌরব?
এ বছর ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম এ্যান্ড টেলিভিশন আর্টস (BAFTA) পুরস্কারের জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন ভারতীয় অভিনেতা আদর্শ গৌরব। পরিচালক রামিন বহেরিন-এর ছবি ‘দ্য হোয়াইট টাইগার’-এ অসাধারণ অভিনয়ের জন্য ‘বাফটা ২০২১’ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি।
‘দ্য হোয়াইট টাইগার’-এ আদর্শ গৌরব এক প্রতিবাদী চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রের নাম ‘বলরাম’। সমাজে মূল স্রোতের বিপরীতে হেঁটে নিজেকে প্রতিষ্ঠিত করে সে। এই ছবিতে আদর্শ গৌরবের সঙ্গে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং রাজকুমার রাও। এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় ছাড়াও কার্যনির্বাহী প্রযোজক হিসাবে কাজ করেছেন।
What a proud moment for Indian talent with 2 BAFTA nominations for an ALL INDIAN STAR CAST!! Ecstatic for you @_GouravAdarsh, you are so deserving of this recognition, and congratulations #RaminBahrani, so well deserved.
(1/2) pic.twitter.com/lKcz678mof
— PRIYANKA (@priyankachopra) March 9, 2021
বিশ্ব সিনেমার জগতে ‘বাফটা’-র মতো মর্যাদাপূর্ণ পুরস্কারে মনোনয়ন পেয়ে খুবই খুশি আদর্শ গৌরব। সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁর মনোনয়নের খবর প্রিয়াঙ্কা চোপড়াই প্রথমে হোয়্যাটসআপে জানিয়েছিলেন, কিন্তু তিনি তখন জিমে ছিলেন বলে খেয়াল করেননি। পরে পূজা গুপ্তা তাঁকে ফোন করে খবরটা জানালে তিনি হোয়্যাটসআপ দেখেন। ওই সাক্ষাৎকারে আদর্শ বলেন, “আমাদের নিজেদের একটা হোয়্যাটসআপ গ্রুপ আছে। ওই গ্রুপে আমি, প্রিয়াঙ্কা চোপড়া, রাজকুমার রাও এবং পরিচালক রামিন আছি। আমি তখন জিম করছিলাম, দেখলাম প্রিয়াঙ্কা গ্রুপে একটা মেসেজ করেছে। আমি পুরোটা পড়িনি, শুধু দেখলাম প্রিয়াঙ্কা লিখেছে আমাদের ছবি ‘বাফটা’-তে সেরা চিত্রনাট্য বিভাগে মনোনয়ন পেয়েছে। আমি দারুণ খুশি হয়ে একটা ইমোজি পাঠিয়ে দিয়েছিলাম। পরে সিনেমাটোগ্রাফার পূজা গুপ্তা আমায় ফোন করে বলে, ‘আমি এবছর বাফটাতে মনোনয়ন পেয়েছি।’ আমি তখন আবার হোয়্যাটসআপটা খুলে পুরোটা পড়ি। তখন দেখলাম প্রিয়াঙ্কা আমার খবরটাও দিয়েছিল, কিন্তু আমি খেয়াল করিনি।”
আরও পড়ুন :বাফটা ২০২১: সেরা অভিনেতার মনোনয়ন পেলেন ভারতীয় অভিনেতা আদর্শ গৌরব ‘দ্য হোয়াইট টাইগার’ ছবির জন্য
‘বাফটা ২০২১’ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়ে স্বাভাবিকভাবে গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন আদর্শ। তিনি পরিচালকের সঙ্গে ভিডিয়ো-কলও করেন। আদর্শ জানিয়েছেন প্রিয়াঙ্কা এবং রাজকুমারের সঙ্গে হোয়্যাটসআপে কথা হলেও ফোনে এখনও কথা হয়নি। তবে খুব শীঘ্রই উনি তাঁদের ফোন করবেন।