জাহ্নবীর সিনেমার সঙ্গে জুড়ে গেল সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার নাম!
জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাও অভিনীত ছবি 'রুহি'তে আর একবার ফিরে এলেন দিশা। কীভাবে?
দিশা সালিয়ান। গত বছর সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পাশপাশি যে আর এক রহস্য মৃত্যু নিয়ে তোলপাড় ছিল বলিউড। তা হল সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার মৃত্যু। জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাও অভিনীত ছবি ‘রুহি’তে আর একবার ফিরে এলেন দিশা। কীভাবে?
বৃহস্পতিবার মুক্তি পেয়েছে জাহ্নবী-রাজকুমারের হরর-কমেডি ‘রুহি’। সেখানেই ছবির শেষে কৃতজ্ঞতা প্রকাশের সময়েই দেখান হয় দিশার নাম। লেখা হয় ‘লেট দিশা সালিয়ান’। দিশা অভিনেতা বরুণ শর্মারও ম্যানেজার ছিল। বরুণ অভিনয় করেছেন ‘রুহি’ ছবিতে। সেই সূত্রেই নাম দেখান হয়েছে তাঁর। গত বছর ৮ জুন রাত্রে প্রেমিকের বহুতল গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয় দিশার। তিনি আত্মহত্যা করেছিলেন নাকি নিছকই দুর্ঘটনা তা নিয়ে কম জলঘোলা হয়নি। দিশার মৃত্যুর ঠিক ছয় দিন পর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা তাতে যোগ করেছিল বাড়তি রহস্য। যদিও দিশার পরিবারের পক্ষ থেকে বারেবারেই দাবি করা হয়, সুশান্ত এবং দিশার মৃত্যুর কোনও যোগসূত্র নেই। তবে মিডিয়া-সোশ্যাল মিডিয়া ট্রায়াল থামেনি।
দিশার মৃত্যুর পর বরুণ শর্মাও লেখেন, “ভাষা হারিয়ে ফেলেছি। অনুভূতির ক্ষমতা নেই। সব কেমন মিথ্যে মনে হচ্ছে। এত স্মৃতি। এত ভাল বন্ধু ছিল দিশা। মিস করব। পরিবারের জন্য সমবেদনা। এখনও বিশ্বাস হচ্ছে না দিশা, তুমি আর নেই। এত তাড়াতাড়ি চলে গেলে?” বরুণের সৌজন্যেই আবার ফিরে এলেন দিশা। ‘রুহি’ তাঁকে ভোলেনি।
View this post on Instagram