বাবার চলে যাওয়ার এক বছর, পুরনো ছবি শেয়ার করলেন স্বস্তিকা, অজপা

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অজপা। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন সন্তু এবং স্বস্তিকা। পারিবারিক অ্যালবামের এই ছবিতে খুশির মুহূর্ত স্পষ্ট। তিনজনেরই হাসিমুখ।

বাবার চলে যাওয়ার এক বছর, পুরনো ছবি শেয়ার করলেন স্বস্তিকা, অজপা
বাবার সঙ্গে দুই বোন।
Follow Us:
| Updated on: Mar 11, 2021 | 2:11 PM

বাবা নেই। বাবাকে ছাড়া একটা বছর কেটে গিয়েছে। বাবা অর্থাৎ অভিনেত্রী (Actress) স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) এবং তাঁর বোন পেশায় ডিজাইনার অজপা মুখোপাধ্যায়ের বাবা অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের কথা বলা হচ্ছে। গত বছর ১১মার্চ প্রয়াত হয়েছিলেন অভিনেতা।

ক্যানসারে আক্রান্ত ছিলেন সন্তু। স্ত্রীকে হারিয়েছিলেন আরও কয়েক বছর আগেই। গত বছর আজকের দিনে জীবনাবসান হয় তাঁর। গত বছর এই সময়টা বাবার অসুস্থতার মধ্যেও পেশাদারি দায়িত্ব পালন করছিলেন স্বস্তিকা। পরিচালক অর্জুন দত্তর একটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। সেখান থেকেই শেষ সময়ে বাবার পাশে পৌঁছেছিলেন।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অজপা। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন সন্তু এবং স্বস্তিকা। পারিবারিক অ্যালবামের এই ছবিতে খুশির মুহূর্ত স্পষ্ট। তিনজনেরই হাসিমুখ। অজপা ক্যাপশনে লিখেছেন, ‘তুমি এরমই হাসি খুশি থেকো বাবা। এক বছর কোথা দিয়ে চলে গেল…।’ সেই ছবিই শেয়ার করেছেন স্বস্তিকাও।

বাবার মৃত্যুর পর লকডাউনের অনেকটা সময় মুম্বইতে মেয়ে অন্বেষার কাছে ছিলেন স্বস্তিকা। সামলে উঠতে সময় লেগেছিল অভিনেত্রীর। বাবা, মা দুজনেই প্রয়াত। মাথার উপর সেই অর্থে অভিভাবকত্বের কোনও ছায়া নেই। কয়েক দিন আগেই নারী দিবসে স্বস্তিকা সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন তাঁদের কথা, যাঁরা এই মুহূর্তে স্বস্তিকাকে আদরে, শাসনে আগলে রাখেন। এক বছর কেটে গেলেও এখনও প্রতিটি মুহূর্তে বাবাকে মিস করেন দুই বোন। মিস করেন ফেলে আসা সুখের সময়।

আরও পড়ুন, স্বস্তিকার চোখে ‘extraordi-নারী’, যাঁরা আদরে, শাসনে রাখেন নায়িকাকে