কেন নিজের গাওয়া গান চালিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে রোম্যান্সে আপত্তি নিকের?

নিক একজন মিউজিশিয়ান। তাঁর গানের জাদুতে মজে বিশ্বের তামাম শ্রোতা। কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে রোম্যান্সের মুহূর্তে নিজের গান শুনতে পছন্দ করেন না নিক।

কেন নিজের গাওয়া গান চালিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে রোম্যান্সে আপত্তি নিকের?
দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: May 12, 2021 | 8:11 PM

২০১৮-এ বিয়ে। তার আগে কয়েক দিনের ডেটিং। প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাস (Nick Jonas) কিন্তু বরাবরই শিরোনামে থাকেন। তাঁদের কাজ নিয়ে যেমন চর্চা হয়, তেমন তাঁদের প্রেমও চর্চায় রয়েছে। আদর, আহ্লাদ, খুনসুটি এ তো দম্পতির নিতান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু একান্ত সময়ের একটি বিশেষ অভ্যেসের কথা এ বার প্রকাশ্যে শেয়ার করলেন নিক।

নিক একজন মিউজিশিয়ান। তাঁর গানের জাদুতে মজে বিশ্বের তামাম শ্রোতা। কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে রোম্যান্সের মুহূর্তে নিজের গান শুনতে পছন্দ করেন না নিক। ঘনিষ্ঠ মুহূর্তে অন্য গানে তাঁর খুব একটা আপত্তি না থাকলেও, সে সময় প্লে-লিস্টে নিজের গান একেবারেই নাকি থাকে না।

সদ্য এক সাক্ষাৎকারে অনুরাগীদের তরফে নিকের কাছে জানতে চাওয়া হয়, প্রিয়াঙ্কার সঙ্গে রোম্যান্টিক মুহূর্তে নিজের কোনও গান তিনি শুনতে পছন্দ করেন কি না। তার উত্তরে নিক বলেন, “রোম্যান্টিক মুহূর্তে ভাল গান শোনা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। আমার নিজস্ব প্লে-লিস্টও রয়েছে। কিন্তু সেখানে আমার কোনও গান নেই। সেটা আমার পছন্দ নয়। তবে অন্য কেউ যদি রোম্যান্টিক মুহূর্তে আমার মিউজিক শোনেন, সেটাতে আমি খুশিই হব।”

তবে রোম্যান্টির মুহূর্তের জন্য শুধুমাত্র নিজের পছন্দে প্লে-লিস্ট সাজাননি নিক। সেখানে প্রিয়াঙ্কার পছন্দও গুরুত্বপূর্ণ। প্রিয়াঙ্কার পছন্দের উপর তাঁর ভরসা রয়েছে। তিনি সব বিষয়েই প্রিয়াঙ্কার পছন্দকে মান্যতা দেন। এই বিষয়ও তার ব্যতিক্রম নয়, তা ওই সাক্ষাৎকারেই স্পষ্ট করেছেন নিক।

আরও পড়ুন, ‘বাবাকে হয়তো বাঁচানো যেত’, কেন এ কথা বলছেন সদ্য পিতৃহারা সম্ভবনা?