Rohman Shawl: কঙ্গনার ‘লক আপ’-এ বন্দি হতে চলেছেন সুস্মিতার প্রাক্তন?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 11, 2022 | 9:52 AM

প্রসঙ্গত, বিবৃতি দিয়ে গত ডিসেম্বরে প্রেমিক রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সুস্মিতা সেন। সুস্মিতা লিখেছিলেন, “বন্ধু হিসেবে শুরু করেছিলাম।

Rohman Shawl: কঙ্গনার লক আপ-এ বন্দি হতে চলেছেন সুস্মিতার প্রাক্তন?
বন্দি হচ্ছেন রোহমান?

Follow Us

ভাগ্যের শিকে কি ছিঁড়ল সুস্মিতা সেনের প্রাক্তন প্রেমিক রোহমান শলের? কঙ্গনা রানাওয়াতের নতুন রিয়ালিটি শো ‘লক আপ’-এ কি অংশ নিতে চলেছেন তিনি? দিন কয়েক ধরেই এই প্রশ্নেই উত্তাল ছিল নেটপাড়া। অবশেষে উত্তর মিলেছে। উত্তর দিয়েছেন খোদ রোহমানই।

ইনস্টাগ্রামে ওই রিয়ালিটি শো-এ তাঁর যোগদানের ‘খবর’ শেয়ার করে তিনি লিখেছেন, ‘সত্যি নয়। তবে যারা অংশ নিচ্ছেন তাঁদের সবাইকে অনেক অনেক শুভ কামনা’। না, কঙ্গনার সঙ্গে আপাতত ‘গাঁটছড়া’ বাঁধার কোনওরকম সম্ভাবনা নেই, আপাতত এমনটাই জানাচ্ছেন রোহমান। তবে শোনা যাচ্ছে একতা কাপুর প্রযোজিত ওই শো-য়ে নাকি অংশ নিতে পারেন পুনম পাণ্ডে। এমনিতেই ব্যক্তিগত জীবন ও কাজকর্মের জন্য পুনম চর্চার কেন্দ্রে। আর সেই কারণেই নির্মাতারা নাকি শো-র ফরম্যাট অনুযায়ী পুনমকেই উপযুক্ত মনে করছেন। কী রয়েছে ওই শো-য়ে? বিগবসের আকারে তৈরি করা হচ্ছে শো’টি। লকআপ শুনেই বোঝা যাচ্ছে বেশ কিছুদিন বন্দি থাকতে হবে বেশ কিছু সেলেবকে। সঞ্চালক কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা মানেই বিতর্ক। সেই বিতর্কের সঙ্গী হবে সেই সব প্রতিযোগী। শো’টি দেখা যাবে এএলটি বালাজি ও এমএক্স প্লেয়ারে।

প্রসঙ্গত, বিবৃতি দিয়ে গত ডিসেম্বরে প্রেমিক রোহমান শলের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সুস্মিতা সেন। সুস্মিতা লিখেছিলেন, “বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধু রয়েছি। সম্পর্ক বহুদিন আগেই শেষ হয়েছে। কিন্তু ভালবাসা রয়ে গিয়েছে। আর জল্পনা নয়। তোমাদের ভালবাসি।” তবে বিচ্ছেদ হলেও সম্পর্ক শেষ হয়ে যায়নি, রয়েছে বন্ধুত্ব। কিছুদিন আগেই তা জানিয়েছিল সুস্মিতা সেন ঘনিষ্ঠ এক ব্যক্তি। সুস্মিতার দুই মেয়ের সঙ্গে নাকি বেশ ভাব রোহমানের। সুস্মিতার সঙ্গে বিচ্ছেদও সেই সম্পর্কে প্রভাব ফেলতে পারেনি।

বিগত বেশ কিছু বছর ধরে একসঙ্গে ছিলেন সুস্মিতা ও রহমান। রহমান মডেল ও সুস্মিতার তুলনায় কম প্রতিষ্ঠিত। ইনস্টাগ্রামে সুস্মিতাকে মেসেজ করেছিলেন রহমানই। ভুলবশত তাঁর বন্ধুত্ব গ্রহণ করে ফেলেন সুস্মিতা। এর পর থেকেই শুরু হয় কথাবার্তা। সেখান থেকে কফি ডেট, প্রেম। সুস্মিতার দুই মেয়ের সঙ্গেও রহমানের সম্পর্ক বেশ ভালই। ইনস্টাগ্রামেও তাঁদের একসঙ্গে বহু পোস্ট। যে মুহূর্তে সুস্মিতা ভক্তরা তাঁদের বিয়ের ঘোষণা শোনার জন্য আগ্রহী, ঠিক সেই মুহূর্তেই এমন এক খবরে মন খারাপ হয়েছিল ভক্তদেরও। তবু, এগিয়ে যাওয়াই তো জীবন।

আরও পড়ুন- Bengali Serial TRP: প্রথম তিনেও রইল না ‘মিঠাই’! বাংলা পেল নতুন টপারকে

আরও পড়ুন- Adrit Roy Exclusive: যারা নিজের ইচ্ছেয় বিয়ে দিচ্ছিল তারাই বিয়ে ভেঙে দিয়েছে: আদৃত রায়

Next Article